প্রীতি পোদ্দার, কলকাতা: আর কদিন পরেই আসতে চলেছে বাঙালির প্রিয় বসন্ত উৎসব দোল পূর্ণিমা। আবিরে আবিরে সকলের মন যেন আনন্দে ভরে উঠতে চলেছে। কিন্তু আতঙ্কের বিষয় হল এবার নাকি দোলের পরেই বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি মরশুনের শীতের প্রকোপে একেবারে ছিল না বললেই চলে। তাই সকলেই আন্দাজ করেছিল যে এবার হয়তো গরম ব্যাপক চমক দেখাবে। এবার সেই কথাই বাস্তবে রূপ নিতে চলেছে। দোলের পর থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার (Weather Update)। একধাক্কায় চড়বে পারদ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
শীত বিদায় নিলেও ঠাণ্ডার রেশ যেন পুরোপুরি গিয়েও যাচ্ছে না। ভোররাতে ঠিক যেন হালকা শিরশিরানি ভাব থাকে। তখন চাদর নিতে হুরোপাটি লেগে যায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দোল পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়বে। কিন্তু দোলের দিন উত্তরবঙ্গের মাটি ভালোভাবেই ভিজতে চলেছে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া একনজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আপাতত কোনও জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। দোলের পরেই বাড়বে তাপমাত্রা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
তবে ঘূর্ণাবর্তের কোনো প্রভাব উত্তরবঙ্গের তাপমাত্রায় হেরফের করবে না। তবে শীতের আমেজ খানিক কমবে। সেইসঙ্গে দিনে ও রাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে দোলের দিনেও। আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।