Weather Update: ৪০ কিমিতে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! একটু পরেই বদলে যাবে দক্ষিণবঙ্গের ৭ জেলার আবহাওয়া | Thunderstorm And Rain Forecast In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: সবে মাত্র শেষ হয়েছে ফাল্গুন মাস। কিন্তু ফাল্গুনেও যেন মনে হচ্ছে বৈশাখ মাস চলছে। তার উপর চৈত্র পড়তে না পড়তেই গরমের দাপট আরও বাড়ল বঙ্গে। শুরুতেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি (Weather Update) করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তবে এসবের মাঝেও বড় চমক দিল হাওয়া অফিস।
চৈত্র মাস পড়তে না পড়তেই পশ্চিমের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। রীতিমত গরম আবহাওয়া এবং তাপপ্রবাহ গরমের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। বসন্তের আমেজও প্রায় উধাও। গরম তাপে রীতিমত জ্বলে যাচ্ছে হাত পা। এই পরিস্থিতিতে চিন্তায় পড়েছে রাজ্যবাসী। এখনই ও গরম পড়লে আর তো দিন পরেই রইল। তবে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ফিরতে পারে স্বস্তি।
আজ সকাল থেকেই সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। বেলা বাড়তেই রোদের দাপটও বেশ বেড়েছে। তবে গতকাল অর্থাৎ রবিবারে সামান্য ঝড় বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে হাওড়া, হুগলি-সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকার কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি ছুঁতে পারে। এদিকে মালদা জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে তাপমাত্রা।
প্রীতি পোদ্দার, কলকাতা: স্বল্প দূরত্ব হোক বা দীর্ঘ, যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম হল ভারতীয় রেল।…
ভারতের অর্থনৈতিক উন্নতির পথে আরো একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বেসরকারীকরণ…
Samsung Galaxy S25 Edge আগামী ১৬ এপ্রিল বিশ্ব বাজারে লঞ্চ হবে, আর এর সেল শুরু…
আমরা অনেকেই লক্ষ্য করেছি, দিনের তুলনায় রাতে ট্রেন অনেক দ্রুত ছুটতে থাকে। বিশেষত, যদি কোনও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম অর্থ সঙ্কটে ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র মলদ্বীপ (Maldives)! সূত্রের খবর, দীপ…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি সিভিল সার্ভিস কমিশনের আওতায় উচ্চ পদে চাকরি খুঁজছেন? তাহলে…
This website uses cookies.