Weather Update: ৪০ কিমি বেগে ৫ জেলায় ঝড়, ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার মুড বদল | Heatwave Alert In Several Districts In West Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় এখনও চৈত্রের রেশ পড়েনি। এদিকে গরম পড়তে না পড়তেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি তো হয়ে চলেছে, তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের ইঙ্গিত (Weather Update)। মূলত চার থেকে পাঁচ জেলায় এমন পরিস্থিতি তৈরি হবে বলে আভাস দেওয়া হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান – এই চার জেলাতে তাপপ্রবাহ চলতে পারে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমাত্রা।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর ফের ঘূর্ণাবর্তের এক নয়া আপডেট তুলে ধরেছে। জানা গিয়েছে ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শুরু হতে চলেছে আজ থেকেই। এইমুহূর্তে সেই ঘূর্ণাবর্ত অসম এবং রাজস্থানে রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। অন্যদিকে একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার ফলে আজ ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে। বেলা যত বাড়বে প্রখর রোদে তাপমাত্রা আরও বাড়বে। প্রায় ৩৫ ডিগ্রি ছাড়াবে আজকের তাপমাত্রা। আগামী তিন দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে অনুমান হাওয়া অফিসের।
তবে দক্ষিণবঙ্গের ছাপ পড়বে না উত্তরবঙ্গে। উল্টে বৃষ্টিময় আবহাওয়ার সৃষ্টি হবে। আজ থেকে টানা তিনদিন উত্তরবঙ্গের ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এই সকল এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল আবার মাত্র চার জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত চলবে এই আবহাওয়া। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া অবশ্য শুষ্ক থাকবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.