Weather Update: ৬০ কিমিতে ঝড়, ঝেঁপে বৃষ্টি! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় আবহাওয়ার তাণ্ডব | Rain Alert In Several Districts In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর দিন অসহ্য গরমে (Weather Update) প্রাণ একেবারে ওষ্ঠাগত। সূর্যের তেজে আবহাওয়া এতটাই প্রখর যে সকাল দুপুর কোনো সময়েই বেড়ানোর উপায় নেই। তার উপর আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম রয়েছেই। যার ফলে শরীর বেয়ে ঘাম যেন বেয়েই চলেছে। তবে এবার আবহাওয়ার পরিবর্তন নিয়ে এক বড় আপডেট দিল হাওয়া অফিস।
বিগত বেশ কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ হতেই চলছে। সবচেয়ে বেশি তাপে পুড়ছে রাজ্যের পশ্চিমের জেলাগুলি। আজ শনিবারও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান, বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক হবে। বাড়বে গরম। তবে এবার বৃষ্টি নিয়ে একটা বড় আপডেট দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকলেও রবিবার থেকে মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গরমের অস্বস্তি চরমে থাকবে। সূর্যের প্রখর তাপও বজায় থাকবে। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে এই আবহাওয়া আগামিকাল দুপুর পর্যন্ত থাকবে। রবিবার রাত থেকেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে কালবৈশাখী হওয়ার পূর্বাভাস রয়েছে।
পশ্চিমী জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়াও আজ বিকেলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে গরমের ভরপুর আমেজ বজায় থাকলেও উত্তরবঙ্গে তার রেশ মাত্র নেই। কারণ এইমুহুর্তে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলছে। হাওয়া অফিসের পাঠানো রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু উত্তরবঙ্গের নীচের এলাকাগুলি যেমন মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পাশাপাশি দুই দিনাজপুরের কিছু অংশে গরম বাড়বে বলে জানা গিয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
কম দামের মধ্যে ভালো ফিচারের স্মার্টফোন খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা তিনটি…
বিক্রম ব্যানার্জী, বীরভূম: রাতের ঘুম উড়েছে বীরভূমের (Birbhum) মল্লারপুরের বাহিনা মোড়ের বাসিন্দা সঞ্জয় বাদ্যকারের! কারণটা…
সৌভিক মুখার্জী, কলকাতা: মেধাবী, কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষার পথে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে…
জীবনে বিভিন্ন সময়ে আর্থিক চাপে পড়ে অনেকে ব্যাঙ্কের লোনের (Bank Loan) উপর নির্ভর করে। এতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গিহানার রক্তাক্ত দাগ এখনো অক্ষত। ঘটনায় প্রাণ হারিয়েছে বাংলা তার…
This website uses cookies.