Weather Update: ৬০ কিমিতে হাওয়া, ২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তুমুল দুর্যোগ! আবহাওয়ার খবর | Rain And Storm Alert In South Bengal
প্রীতি পোদ্দার, কলকাতা: ভ্যাপসা গরমে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (Weather Update)। চৈত্রের শুরুতে এখনই এমন আবহাওয়া থাকলে আর তো দিন পরেই রইল। পচা গরমে শ্বাস নেওয়াই দুষ্কর হয়ে পড়ছে। তবে চিন্তা নেই। আজ থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিকেল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও।
আবহাওয়া দফতরের সকালের বুলেটিনে বলা হয়েছে আগামী ২ ঘণ্টার মধ্যে দক্ষিণের ৩ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম ভাসবে বৃষ্টিতে। বজ্রবিদ্যুতের কারণে সাধারণ মানুষকে বাইরে বেরোনোর জন্য নিষেধ করা হয়েছে। এছাড়াও আবহবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ঝোড়ো হাওয়ার কারণে এই ক’দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই আগামীকাল পর্যন্ত উপকূলে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা।
আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় আবার শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। আগামী রবিবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।
দক্ষিণবঙ্গের মতই একই অবস্থা হবে উত্তরবঙ্গে। গিয়েছে আজ উত্তরবঙ্গের মালদা,দক্ষিণ দিনাজপুর,আলিপুরদুয়ার এই তিনটি জেলার শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এবং বজ্র বিদ্যুৎ এর সতর্কতাও জারি করা হয়েছে। আগামী ২২ তারিখে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সুমন পাত্র, কলকাতা: Amazon নিয়ে এসেছে স্পেশাল সেল Electronics Premier League Sale। এই সেলে ব্র্যান্ডেড…
সুমন পাত্র, কলকাতা: Poco F7 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সম্প্রতি পোকোর তরফে এই সিরিজের…
সুমন পাত্র, কলকাতা: ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে লঞ্চ হওয়া, Vivo Y39 5G এবার ভারতে আসতে চলেছে। ভিভো…
সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার…
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২শে মার্চ, শনিবার। শনিদেবের কৃপায় কেমন যাবে আপনার দিনটি? আজকের রাশিফল…
This website uses cookies.