প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের ঝড়বৃষ্টিতে মাথায় হাত রাজ্যবাসীর। এদিকে বৃষ্টির আমেজে এখনও শীতল আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। তবে সুখময় পরিস্থিতি (Weather Update) বেশিদিন নয়, কারণ মার্চ পড়লেই গরমের জ্বালা ঘিরে ধরতে চলেছে রাজ্যবাসীকে। গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমেছে। আগামী দু’দিন আরও পারদ পতনের পূর্বাভাস, তবে সপ্তাহান্তে ফের তা চড়চড়িয়ে বাড়তে পারে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হাওয়া অফিসের পূ্র্বাভাস, মার্চের গোড়া থেকেই টের পাওয়া যাবে গরম। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত পূবালী অক্ষরেখাটি গিয়েছে ওড়িশার উপর দিয়ে। এছাড়া অসমের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান। উত্তর-পশ্চিম ভারতে ঢুকে পড়া পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ এগোবে উত্তর-পূর্বের দিকে। এর ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মূলত চলতি সপ্তাহে তাপমাত্রায় ওঠাপড়া লক্ষ্য করা যাবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রার এই পতনের জেরে নতুন করে শীতের অনুভূতি জোরালো হবে না। তবে আবহাওয়া থাকবে মনোরম। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ হঠাৎ করে চড়তে শুরু করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ-সহ সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন থাকবে জেলাগুলি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত এলাকায় কুয়াশার চাদর কাটবে। তবে বুধবার থেকে দু-তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অন্যদিকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রাতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।