Weather Update: একটু পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া | Rain Alert In Several District Of South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই যে হারে গরম পড়তে শুরু করেছে, তাতে একপ্রকার চিন্তার ঘামও ছুটছে সাধারণ মানুষের। তার উপর চৈত্রের প্রথম দিন থেকেই পারদ বেশ ঊর্ধ্বমুখী (Weather Update) হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। যদিও অনেকদিন আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে এ বছর পারদ পৌঁছোতে পারে ৪৫ ডিগ্রিতে। তবে গত রবিবার, সন্ধেবেলার আচমকা বৃষ্টিতে খনিকটা স্বস্তি ফিরে এসেছে রাজ্যে। তাই এই মুহূর্তে আবহাওয়া শুষ্ক থাকলেও পারদের তেজ কমেছে অনেকটাই।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে অসম ও হরিয়ানায় রয়েছে জোড়া ঘুর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার দাপট। যার মধ্যে একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত এবং অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায় রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর এই ত্রিফলার জোরেই বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা গিয়েছে। তার উপর আজ রাতের দিকে কলকাতা-সহ বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝড়গ্রাম ও দুই মেদিনীপুরে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যে কারণে সংশ্লিষ্ট জেলাগুলিকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে।

READ MORE:  ডলফিনের সংখ্যায় গোটা ভারতে তৃতীয় স্থান দখল, পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতেও। তবে আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে বৃহস্পতি এবং শুক্রবার কালবৈশাখীর ব্যাপক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী তিন দিন সেখানে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। তারপর থেকেই দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

READ MORE:  সহজ হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়া, এ বছরই উদ্বোধন দ্বিতীয় ফারাক্কা সেতুর, দিনক্ষণ ঘোষিত

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top