Weather Update: একটু পরেই কালবৈশাখীর তাণ্ডব, দক্ষিণবঙ্গের ৯ জেলায় অ্যালার্ট! আবহাওয়ার আপডেট | Kalbaishakhi Storm Alert In 9 Districts

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাস পড়তে না পড়তেই রাজ্য জুড়ে গরমের দাপট যেন বেড়েই চলেছে (Weather Update) । তরতরিয়ে বাড়ছে পারদও। আবহাওয়ার এই রূপ অবস্থায় রীতিমত তিতিবিরক্ত হয়ে পড়েছে রাজ্যবাসী। কিন্তু স্বস্তি দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছ আলিপুর আবহাওয়া দফতর। এবার সেই আশঙ্কাই সত্যি করে গতকাল সন্ধ্যে থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে। ফলে এক ধাক্কায় গরম বেশ কিছুটা কমেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এই মুহূর্তে অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে সক্রিয় রয়েছে ঘূর্নাবর্ত। আবহাওয়া দফতর বলছে, একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত। অন্য অক্ষরেখাটি রয়েছে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এছাড়া আগামী ২৪ শে মার্চ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এদিকে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গেও দুর্যোগ বাড়বে। ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। আজ বিকেল বা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে। আকাশ কালো করে হতে পারে কালবৈশাখীও।

READ MORE:  Weather today: সরস্বতী পুজোর আগেই ফের জাঁকিয়ে শীত, কতটা নামবে তাপমাত্রা? আজকের আবহাওয়া | South Bengal Winter Weather Report today

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝড়ো বাতাস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আজ বিকেলে আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি এই নয় জেলাতে কালবৈশাখী সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। দমকা ঝড় বইবে ৬০ কিলোমিটার গতিবেগে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যার দরুন তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। এদিকে সপ্তাহের শেষে তাপমাত্রা কমে যেতে পারে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রায় আপাতত কোনো পরিবর্তন নেই।

READ MORE:  Super Cup Venue: কলকাতায় হবে সুপার কাপ? গোয়া, ওড়িশার নাম উঠলেও বিরাট আশা রয়েছে বাংলার | AIFF Super Cup
Scroll to Top