Weather Update: গরম চাঁদি ফাটাবে ৬ জেলায়, দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে স্বস্তির খবর! আগামীকালের আবহাওয়া | Heat Wave Warning In 5 Districts Of South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তেই এবার ব্যাপক গরম দেখা গেল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে দাপুটে গরম, সঙ্গে চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে (Weather Update)। বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে এই আবহে এবার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অনেকদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে আজ অর্থাৎ শনিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো আজ সকাল থেকেই পরিষ্কার ছিল আকাশ। বেলা বাড়তেই রোদের প্রকোপ যেন আরও বেশি করে বাড়ছিল। যদিও সকালের দিকে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। কিন্তু তা হয়নি। উল্টে সকাল থেকেই গুমোট গরম ছিল। তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। খুব শীঘ্রই দক্ষিণের মাটি ভিজতে চলেছে।

READ MORE:  সুন্দরবনে দক্ষিণরায়ের সংখ্যা ১০০ পার

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যে সকল পশ্চিমী জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা। তবে এই শুষ্কতার মাঝে ২০ এবং ২১ মার্চ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের অবস্থা দক্ষিণবঙ্গের তুলনায় সম্পূর্ণ আলাদা। সেখানে আপাতত তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পায়নি। বরং উল্টে সেখানে চলছে বৃষ্টি পরিস্থিতি। আগামীকাল অর্থাৎ রবিবার, বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এছাড়া সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর আগামী ৩ দিন কোথাও তাপমাত্রা সেই অর্থে বড় রকমের হেরফের হবে না। তবে উত্তরবঙ্গে আগামী ২২ মার্চ পর্যন্ত আর কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই।

READ MORE:  ঘুরবে মোড়, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

Scroll to Top