পার্থ সারথি মান্না, কলকাতাঃ ফেব্রুয়ারির শেষ থেকেই শীত উধাও হতে শুরু করেছিল, তাপমাত্রাও বেড়েছে বেশ। আর দেখতে দেখতে চলেই এল রঙের উৎসব দোল যাত্রা। একসময় বসন্তের ঠান্ডা ওয়াদারেই হত দোল খেলা। এখন অবশ্য সেসব অতীত, বেলা বাড়তেই ৩৫ ডিগ্রি পেরোচ্ছে তাপমাত্রা। এদিকে রাত নামলেই ফের হালকা ঠান্ডার আমেজ। যার জেরে ভোর রাতের দিকে চাদর খুঁজতে হচ্ছে কম বেশি সকলকেই। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? চলুন দেখে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা যত বাড়বে তাপমাত্রাও বাড়বে। উত্তুরে শুষ্ক হাওয়া বইবে তবে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে অস্বস্থি থাকবে। কলকাতায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এই একই আবহাওয়া আসন্ন দোলযাত্রা পর্যন্ত থাকবে বা লেই মনে করা হচ্ছে। আইএমডি এর তরফ থেকে যে পূর্বাভাস জারি করা হয়েছে তা অনুযায়ী দক্ষিণের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণে তাপমাত্রা হু হু করে বাড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু বেশ মনোরম। ইতিমধ্যেই অনেকে মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই পরিবার সহ উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন ভ্রমণের উদ্দেশ্যে। তবে হাওয়া অফিস বলছে, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে বজ্রবিদ্যুৎপাতও হতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগামীকালের আবহাওয়া
যেমনটা আগেই বলা হয়েছে দক্ষিণবঙ্গের আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির চান্স রয়েছে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।