প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল দুপুর প্রখর রোদে একদিকে যেমন দরদরিয়ে ঘামতে হচ্ছে, ঠিক তেমনই অপরদিকে রাতের বেলায় একধাক্কায় কমে যাচ্ছে তাপমাত্রা। ভোর রাতে রীতিমত পাখা কমিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে। এমনই অদ্ভুত আবহাওয়া (Weather Update) বিরাজ করছে গত কয়েকদিন ধরে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে মার্চের দ্বিতীয় সপ্তাহেই বাড়বে গরম। আগামী সোমবার থেকে তাপমাত্রা হবে উর্ধ্বমুখী।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যার দরুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। অর্থাৎ কিছুটা নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। তবে এমন তাপমাত্রা চিরস্থায়ী থাকবে না। কারণ আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে। তখন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি এবং জেলায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রাতের ও দিনের তাপমাত্রা আগামী দু’দিনে আরও কিছুটা কমতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রা খানিক নামবে প্রায় ২-৩ ডিগ্রি। কিন্তু দুপুরের গরম বজায় থাকবে। বৃষ্টিপাত যেহেতু হবে না তাই সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কোথাও আবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ বলে জানিয়েছেন আবহবিদরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। তবে পরশু অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত।