প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি। কিন্তু গরম ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতেই চলে এসেছে। মার্চের শুরু থেকেই আবহাওয়া ভয়াবহ হয়ে উঠেছে। এমনকি তাপপ্রবাহের পরিস্থিতিও (Weather Update) তৈরি হয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, এই বছর গড়ে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকতে পারে বাংলায়। অতএব বোঝাই যাচ্ছে, কী পরিস্থিতি আসতে চলেছে বঙ্গে। তবে এখনই কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তার প্রভাব কতটা পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু এই আবহে ঘূর্ণাবর্ত এর প্রভাব নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
জানা গিয়েছে, মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ-এলাকা। যা আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। তবে ধীরে ধীরে, পরবর্তী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এর অভিমুখ হবে উত্তর দিকে। এবং শেষ পর্যন্ত এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তার জেরেই বাংলার প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উইকেন্ডের কোনো প্ল্যান থাকলে এখনই সম্পূর্ণটা জেনে নিন আগাম আবহাওয়া নিয়ে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দু’একটি জেলায়। এই মুহূর্তে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। যার ফলে আশা করা যাচ্ছে শুক্র বা শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এবং উইকেন্ডে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গেও আজ ও আগামীকাল স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এর মধ্যে আবার উপরের দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এখানেও। বাতাসের গত হতে পারে ৩০-৪০ কিমি। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।