শ্বেতা মিত্র, কলকাতা: আবারো বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া (Weather)। আজ সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে চলেছে শীত। সকাল থেকেই রোদের তেজ চোখে পড়ার মতো। বেলা বাড়লে পারদ আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে দক্ষিণা বাতাসের সৌজন্যে। তবে কিছু জায়গায় আবার বৃষ্টি, তুষাপাতের সম্ভাবনা জারি করেছে। তাহলে জেনে নিন আজ অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া।
আমাদের সাথে যুক্ত হন
Join Now
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও উপকূলীয় অঞ্চল ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে সব জায়গায়।আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের ৪ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছেন।
মূলত ঘন কুয়াশার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। মাত্রাতিরিক্ত কুয়াশা থাকবে নদীয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। আজ থেকে আবার কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে থাকবে। থাকবে কুয়াশাও।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ। পাহাড়ে আবার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা।
বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। সব মিলিয়ে শীত তাঁর ইনিংস জাঁকিয়ে শুরু করার আশা জাগিয়ে পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় বারবার ফের মুখ ফিরিয়ে নিল।