এই সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। তবে বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও, পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গে আজ, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহজুড়ে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
কলকাতার ক্ষেত্রে আজ সকালটা পরিষ্কার থাকলেও দুপুর গড়াতেই আকাশ আংশিক মেঘলা হয়ে উঠবে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৫০ থেকে ৮৯ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চল—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূম অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি। এইসব জায়গায় কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। সার্বিকভাবে বলা যায়, সপ্তাহজুড়েই রাজ্যে ছড়ানো থাকবে বৃষ্টির ছোঁয়া, তবে তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার উপদ্রব ও আর্দ্রতাজনিত অস্বস্তি।