WhatsApp নিয়ে আসছে নতুন ফিচার, এবার স্ট্যাটাসে ট্যাগ করা যাবে বন্ধুদের
ফেসবুক এবং ইন্সটাগ্রামে যেরকম ট্যাগ বা মেনশন করা যায় পরিচিতদের, ঠিক সেরকমই ফিচার আনছে WhatsApp। অ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় বন্ধুদের সেখানে ট্যাগ করতে পারবেন। ব্যবহারকারীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে, এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আপাতত সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপে যা যা নতুন আপডেট এসেছে, তার মধ্যে অন্যতম চমক হতে চলেছে ফিচারটি।
বর্তমানে, ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। নিত্য যোগাযোগে অন্যতম ভরসাযোগ্য অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা মজাদার করে তুলতে মাঝে মধ্যেই নানা ফিচার নিয়ে উপস্থিত হয় মেটা। যার মধ্যে কিছু আপডেট বড় হয় তো কিছু সামান্য। তবে এই ফিচারটি ব্যবহারকারীদের নজর কাড়তে পারে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।
মূলত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ২৪ ঘণ্টা দেখা যায়। ফলে অনেকেই সেটি মিস করে যান। তাই যাদের স্ট্যাটাসে ট্যাগ করতে চান, এবার থেকে সেটি করা যাবে। এটা অনেকটা ফেসবুক ট্যাগ ফিচারের মতো, তবে এখানে আপনি সেভ থাকা কন্ট্যাক্টদের ট্যাগ করতে পারবেন। আপনি যখন তাদের মেনশন বা ট্যাগ করবেন তখন তাদের কাছে ওই স্ট্যাটাসের একটি নোটিফিকেশন যাবে।
কোনো বিশেষ মুহুর্ত হোক বা দরকারি কোনো তথ্য শেয়ার করার থাকলে এই ফিচারের মাধ্যমে সেটি আরও সহজ হবে। বর্তমানে, নানা কাজে ব্যবহার করা হয় এই অ্যাপ। স্কুল-কলেজ হোক বা অফিস, বিভিন্ন পেশায় নিয়মিত আপডেটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোয়াটসঅ্যাপ। কোম্পানির আশা, ফিচারটি ব্যবহারকারীদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে।
তবে, এটি ব্যবহার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ সর্বশেষ ভার্সনে আপডেট করে নিন। পুরনো ভার্সন হলে নতুন ফিচারগুলি উপভোগ করতে পারবেন না।
ডিসেম্বরে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন (LIC) বীমা সখী প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য গ্রামীণ মহিলাদের…
আইকো তাদের দুটি নতুন স্মার্টফোন- iQOO Z10 এবং Z10 Turbo আগামী মাসে চীনে লঞ্চ করতে…
বর্তমানে, পরিষেবা নির্ভর একাধিক অ্যাপ সংস্থার আবির্ভাব হচ্ছে বাজারে। মুদি সামগ্রী, ওষুধ-সহ একাধিক পণ্য বাড়ি…
জিও এবং হটস্টার এক হয়ে এখন JioHotstar নামে পরিচিত। এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া…
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের ইতিহাস দেখলে বোঝা যায়, বাম আমলে নির্দিষ্ট সময় অন্তর…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর ঘনিয়ে আসছে। মহার্ঘ ভাতা…
This website uses cookies.