লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

WhatsApp অ্যাপে না ঢুকেই হবে ভিডিও কল, দুর্দান্ত ফিচার নিয়ে আসছে Google

Published on:

এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতে হবে না। গুগল মেসেজ থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং। পরীক্ষামূলক ফিচারটি খুব শীঘ্রই প্রকাশ করতে পারে গুগল। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অন্যদিকে, প্রায় সব অ্যান্ড্রয়েড গুগল মেসেজ অ্যাপ, যা ডিফল্ট হিসাবে পাওয়া যায়। এবার আপনি চাইলে সরাসরি গুগল মেসেজ অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং সারতে পারবেন।

READ MORE:  ইজরায়েল স্পাইওয়্যারের নিশানা এবার WhatsApp ব্যবহারকারীরা, সাবধান করলো মেটা

Android Authority এর রিপোর্ট অনুযায়ী, গুগল মেসেজ অ্যাপের ২০২৫০১৩১ সংস্করণে ফিচারটি চিহ্নিত করা হয়েছে। এর অর্থ ফিচারটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সার্চ ইঞ্জিন। এর স্বপক্ষে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। যদিও সুবিধাটি এখনও সবার জন্য চালু হয়নি। জানা গিয়েছে, গুগল মেসেজে ভিডিয়ো কল আইকনে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল করা যাবে। তবে এই আইকন কাজ করবে না, যদি আপনার ফোনে গুগল মিট থাকে।

READ MORE:  আরও নিরাপদ WhatsApp এ ফাইল শেয়ারিং, View Once ফিচারের জন্য এল নতুন সুবিধা

বর্তমানে, গুগল মেসেজে শুধু গুগল মিট থেকেই ভিডিয়ো কল করা যায়। যদি মিট অ্যাপ ইন্সটল না থাকে, তাহলে আপনাকে সেটি ডাউনলোড করতে বলা হবে। কিন্তু, নতুন ফিচার এলে সেই ডাইনলোড অপশন এড়িয়ে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের অপশন দেখা যাবে। এর জন্য আপনাকে গুগল মেসেজ অ্যাপ থেকে বেরোতে হবে না। মেসেজ অ্যাপেই ফুল স্ক্রিন মোডে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিং করা যাবে।

READ MORE:  WhatsApp Ban Accounts: এক মাসে প্রায় ১ কোটি নম্বর নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, এই ভুলে আপনিও চিরতরে ব্লক খাবেন | WhatsApp Cracks Down on Fraud Bans

তবে ফিচারটি ওয়ান-অন-ওয়ান কলের জন্য উপলব্ধ হতে পারে। গ্ৰুপ ভিডিয়ো কলিংয়ের জন্য গুগল মিটেই ভরসা করতে হবে। যদিও, অদূর ভবিষ্যতে সেই সুবিধা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ ইন্সটল না থাকে, তাহলে গুগল মেসেজের ভিডিয়ো আইকনে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের ফিচারটি পাবেন না।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.