WhatsApp নিয়ে আসছে নতুন ফিচার, এবার স্ট্যাটাসে ট্যাগ করা যাবে বন্ধুদের

ফেসবুক এবং ইন্সটাগ্রামে যেরকম ট্যাগ বা মেনশন করা যায় পরিচিতদের, ঠিক সেরকমই ফিচার আনছে WhatsApp। অ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় বন্ধুদের সেখানে ট্যাগ করতে পারবেন। ব্যবহারকারীদের কাছে অ্যাপটির গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে, এই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা। আপাতত সেটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপে যা যা নতুন আপডেট এসেছে, তার মধ্যে অন্যতম চমক হতে চলেছে ফিচারটি।

বর্তমানে, ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। নিত্য যোগাযোগে অন্যতম ভরসাযোগ্য অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা মজাদার করে তুলতে মাঝে মধ্যেই নানা ফিচার নিয়ে উপস্থিত হয় মেটা। যার মধ্যে কিছু আপডেট বড় হয় তো কিছু সামান্য। তবে এই ফিচারটি ব্যবহারকারীদের নজর কাড়তে পারে বলে আশা করছে হোয়াটসঅ্যাপ।

READ MORE:  ফোন নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল কীভাবে, বেছে নিন এই অপশন

স্ট্যাটাসে ট্যাগ করা যাবে বন্ধুদের

মূলত, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ২৪ ঘণ্টা দেখা যায়। ফলে অনেকেই সেটি মিস করে যান। তাই যাদের স্ট্যাটাসে ট্যাগ করতে চান, এবার থেকে সেটি করা যাবে। এটা অনেকটা ফেসবুক ট্যাগ ফিচারের মতো, তবে এখানে আপনি সেভ থাকা কন্ট্যাক্টদের ট্যাগ করতে পারবেন। আপনি যখন তাদের মেনশন বা ট্যাগ করবেন তখন তাদের কাছে ওই স্ট্যাটাসের একটি নোটিফিকেশন যাবে।

READ MORE:  WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, অশ্লীল ভিডিয়ো কল থেকে বাঁচাবে নতুন ফিচার

কোনো বিশেষ মুহুর্ত হোক বা দরকারি কোনো তথ্য শেয়ার করার থাকলে এই ফিচারের মাধ্যমে সেটি আরও সহজ হবে। বর্তমানে, নানা কাজে ব্যবহার করা হয় এই অ্যাপ। স্কুল-কলেজ হোক বা অফিস, বিভিন্ন পেশায় নিয়মিত আপডেটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হোয়াটসঅ্যাপ। কোম্পানির আশা, ফিচারটি ব্যবহারকারীদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

তবে, এটি ব্যবহার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ সর্বশেষ ভার্সনে আপডেট করে নিন। পুরনো ভার্সন হলে নতুন ফিচারগুলি উপভোগ করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  যেকোনো ভাষার মেসেজ পাবেন নিজের ভাষায়, WhatsApp আনল ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার
Scroll to Top