WhatsApp ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ট্যাব, AI এর সাথে আলাদাভাবে হবে চ্যাট

WhatsApp কয়েকমাস আগে ব্যবহারকারীদের জন্য এআই ফিচার এবং মেটা এআইয়ের অ্যাক্সেস নিয়ে এসেছিল। এবার জানা গিয়েছে, এই অ্যাপে একটি নতুন ট্যাবও যুক্ত হবে। জানা গেছে, এই ডেডিকেটেড ট্যাব ব্যবহারকারীদের এক জায়গায় অনেক তথ্য দেবে। অর্থাৎ এআই পরিষেবা পাওয়ার জন্য আর সার্চ বক্সে যেতে হবে না।

WhatsApp আনছে AI পরিষেবার জন্য ডেডিকেটেড ট্যাব

হোয়াটসঅ্যাপের সমস্ত খবরাখবর প্রদানকারী প্ল্যাটফর্ম WABetaInfo জানিয়েছে, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের লেটেস্ট বিটা ভার্সনে নতুন একটি ট্যাব দেখা গেছে। এই ট্যাবে এআই চালিত চ্যাট আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপ আইওএস ২৫.৩.১০.৭৩ বিটা ভার্সনে এই পরিবর্তন দেখা গেছে।

READ MORE:  Samsung বা Xiaomi নয়, দুনিয়াজুড়ে সবথেকে বেশি বিক্রি হচ্ছে এই স্মার্টফোন

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ WABetaInfo বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছে যেখানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি ট্যাবের পরিবর্তে এআই ট্যাব দেখা গেছে। এই অপশনটি নেভিগেশন বারের নিচে দেখা গেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এআই প্রযুক্তিভিত্তিক চ্যাট এবং থার্ড পার্টি ক্রিয়েটর টুল ব্যবহার করতে পারবেন। এরফলে অন্যান্য চ্যাট এবং এআই চ্যাটের মধ্যে পার্থক্য বোঝা যাবে।

নতুন ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এআই চ্যাটবট ক্যাটালগ ব্রাউজ করতে পারবেন। ফলে সহজেই এটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা সর্বাধিক জনপ্রিয় এআই চ্যাটবট থেকে বেছে নিতে সক্ষম হবেন। এখানে, ব্যবহারকারীরা মেটা এআই দিয়ে ছবি তৈরি করতে সক্ষম হবেন।

READ MORE:  ইউজারদের জন্য মুকেশ আম্বানির বিশেষ উপহার! ৩১ জানুয়ারি পর্যন্ত উপলব্ধ Jio-এর স্পেশাল প্ল্যান

Scroll to Top