লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

WhatsApp ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, অশ্লীল ভিডিয়ো কল থেকে বাঁচাবে নতুন ফিচার

Published on:

দেশজুড়ে সেক্সটর্শন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক ও মানসিক দিক দিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অশ্লীল ভিডিয়ো, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করার নামে ব্যক্তিগত তথ্য হাতানোর মতো ঘটনা এখন আর নতুন নয়! কিন্তু, এই জালিয়াতি সম্পর্কে ওয়াকিবহাল নন বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, যার সুবিধা তোলে সাইবার অপরাধীরা। এই প্রতারণা রুখতে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

আপনি যদি একজন সক্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হন তাহলে এটি জেনে রাখা উচিত। মূলত, হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করলে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের সামনের ক্যামেরাটি খুলে দেয়, অর্থাৎ ক্যামেরা চালু না থাকলে কলটি ধরার কোনও উপায় থাকে না। কিন্তু কখনও হয়তো আপনি ক্যামেরা চালু না করেই কলটি ধরতে চাইতে পারেন।

READ MORE:  আরও নিরাপদ WhatsApp এ ফাইল শেয়ারিং, View Once ফিচারের জন্য এল নতুন সুবিধা

এবার সেরকমই একটি ফিচারের উপর কাজ করছে মেটা। Android Authority এর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা শীঘ্রই ভিডিয়ো কল করার সময় একটি নতুন “Turn off your video” অপশন দেখতে পাবেন। এই বাটনে ট্যাপ করলেই ক্যামেরা অফ হয়ে যাবে এবং ব্যবহারকারী শুধু ভয়েস মোডে কল ধরতে পারবেন। এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ নতুন সংস্করণে আপডেট করতে হবে।

READ MORE:  ইউজারদের জন্য মুকেশ আম্বানির বিশেষ উপহার! ৩১ জানুয়ারি পর্যন্ত উপলব্ধ Jio-এর স্পেশাল প্ল্যান

এছাড়াও, ক্যামেরা বন্ধ করার সময় হোয়াটসঅ্যাপে “Accept without video” অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফিচারটির সুবিধা হলে, ব্যবহারকারী যদি চায়, ভিডিয়ো কলে তাকে না দেখা যাক, এখন সেটাও করা যাবে। এই ফিচারটি কিছু জনের কাছে বড় কোনও সুবিধা নাও হতে পারে, আবার কিছু জনের কাছে বেশ কার্যকর ফিচার হতে পারে। তবে এই নতুন ফিচার সেক্সটর্শন ও প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য যে ভালো পদক্ষেপ তা বলার অপেক্ষা রাখে না।

READ MORE:  WhatsApp নিয়ে আসছে নতুন ফিচার, এবার স্ট্যাটাসে ট্যাগ করা যাবে বন্ধুদের

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.