WhatsApp’s February Safety Report: ডিজিটাল স্ট্রাইক WhatsApp এর, নিষিদ্ধ করল ৯৭ লক্ষের বেশি অ্যাকাউন্ট
সম্প্রতি মাসিক নিরাপত্তা প্রতিবেদনের নতুন সংস্করণ প্রকাশ করেছে WhatsApp। যেখানে কোম্পানি জানিয়েছে যে, তারা ভারতে ৯৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কোম্পানির মতে,তাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের জন্য এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। যদিও এই নিষেধাজ্ঞার সঠিক কারণ তারা জানায়নি। WhatsApp যোগ করেছে যে, “ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে ১৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল।
যারা এই বিষয়ে অবগত নন তাদের জানিয়ে রাখি, প্রতি মাসে হোয়াটসঅ্যাপ একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে ভারতে একটি নির্দিষ্ট মাসে কতগুলি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে সেই সংখ্যা বলা হয়। কোম্পানিটি বলেছে যে, তারা দেশের ‘+৯১’ প্রিফিক্স কোড ব্যবহার করে ভারতীয় অ্যাকাউন্টগুলি শনাক্ত করে।
এক বিবৃতিতে, হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেন যে, নতুন রিপোর্টটি ২০২১ সালের আইটি নিয়ম অনুসারে প্রকাশিত হয়েছে। এতে ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ, কোম্পানি কী পদক্ষেপ নিয়েছে সেই তথ্য এবং কোম্পানির অপব্যবহার রোধে সক্রিয় পদ্ধতির রূপরেখা দেওয়া হয়েছে। যার মধ্যে সক্রিয়ভাবে নিষিদ্ধ করা অ্যাকাউন্টগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।
ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ নিয়ে অপব্যাবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিষিদ্ধ হওয়া থেকে রক্ষা করার জন্য, কোনও গ্রুপে কাউকে যুক্ত করার আগে আগে পরিচিতিদের অনুমতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন, বাল্ক বার্তা পাঠানো (একসঙ্গে প্রচুর মেসেজ) থেকে বিরত থাকুন, স্বয়ংক্রিয় বার্তা ব্যবহার করা যাবে না এবং বার্তাগুলি ফরোয়ার্ড করার আগে সত্যতা যাচাই করুন।
তবে যদি কারও অ্যাকাউন্ট ভুলভাবে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইমেল করে তা জানাতে পারেন অথবা অ্যাপে রিভিউ অনুরোধ করতে পারেন।
শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বিশ্বের বৃহত্তম…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন কর্মসংস্থানের সুযোগ কমছে আর বেকারত্বের হার বাড়ছে। তবে এমনটা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সাসপেন্স যেন শেষ হওয়ার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে লাখ টাকার গাড়ি নামে পরিচিত Tata Nano আবারো নতুন…
সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র ৪০০ দিনে ধনী হওয়া স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক (State Bank…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে নামতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)।…
This website uses cookies.