লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Whoop ৪.০: পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির হাতে দেখা গেল রহস্যময় ব্যান্ড, এটি কী কাজ করে জানলে চমকে যাবেন | Virat Kohli Screenless Band

Published on:

রবিবার ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একটি বিশেষ ব্যান্ড পরতে দেখা গিয়েছে বিরাট কোহলি এবং হর্ষিত রানাকে। এই ব্যান্ডের কোনও স্ক্রিন নেই, তাই সেটি স্মার্টওয়াচ বলা ভুল হবে। তাহলে বাস্তবে এটি কী কাজ করে, নাম কী, দামই বা কত? এমন রিস্টব্যান্ড দেখে দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে। বিশ্বের বহু খেলাওয়াড়দের হাতে এই ধরনের ব্যান্ড দেখা যায়।

বিরাট কোহলি ও হর্ষিত রানার হাতে রিস্টব্যান্ডের কাজ কী?

গতকাল বিরাট কোহলি ও হর্ষিত রানা যে ব্যান্ড পরেছিলেন সেটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের Whoop নামক একটি কোম্পানি। এই রিস্টব্যান্ড মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে কাজ করে, অর্থাৎ এটি ব্যবহার করার জন্য আপনাকে কোম্পানিকে প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা দিয়ে তার সদস্য হতে হয়।

READ MORE:  ফের পাকিস্তান বধ ভারতের, কোহলির শতরানে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেল বাবররা

Whoop রিস্টব্যান্ডের কাজ?

এর আগেও একাধিক খেলায় এমন রিস্টব্যান্ড পরতে দেখা গিয়েছে ভারতীয় খেলোওয়াড়দের। Whoop তাদের ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে তা অনুযায়ী, এটি প্রতিদিন পারফর্ম করার জন্য আপনার শারীরিক পরিশ্রম, মানসিক চাপ এবং আপনার শরীরে ফিরে আসার ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে। ঘুম থেকে শুরু করে চাপ এবং পুনরুদ্ধারের পদক্ষেপ, WHOOP সবকিছুই ধারণ করতে পারে।

READ MORE:  Samsung Republic Day Sale 2025: দারুন সুযোগ, Samsung Republic Day Sale উপলক্ষে অবাক করা ছাড় ও অফার | Samsung republic day sale 2025 offer earbuds smartwatch & smartphones

সহজ ভাষায় বললে, প্রতিটি খেলোওয়াড়দের একটি নির্দিষ্ট শারীরিক অনুশীলন মেনে চলতে হয়। এর জন্য কতক্ষণ ঘুমোনো উচিত, ঘুম কেমন হচ্ছে, চাপ কতটা নিচ্ছেন এবং শারীরিক পরিশ্রম কেমন করছেন তার নিখুঁত বিন্যাস করে দেয় এই অ্যাক্টিভিটি ট্র্যাকার।

কত খরচ?

Whoop ৪.০ রিস্টব্যান্ডের ১২ মাসের সাবস্ক্রিপশন খরচ ২৮ হাজার টাকা। এই ফিটনেস অ্যাক্সেসরিজটি বেশ জনপ্রিয়। NBA তারকা লেব্রন জেমস, তারকা সাঁতারু মাইকেল ফেলপস এবং গল্ফার রোরি ম্যাকলরয় এবং টাইগার উডসের হাতেও এমন রিস্টব্যান্ড দেখা যায়।

READ MORE:  numBer Navo Buds X1 Launched: ৬০০ টাকার কমে ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ, দুর্দান্ত TWS ইয়ারবাডস লঞ্চ হল | numBer Navo Buds X1 Price in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.