শ্বেতা মিত্র, কলকাতা: গরম নয়, ফের একবার বাংলায় ইউটার্ন মেরে ফিরতে চলেছে শীত (Winter)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এমনটাই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকাল থেকেই বাংলার আকাশের মুখে ভার। ইতিমধ্যেই ভোরের দিকে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যে কারণে অন্যান্য দিনের তুলনায় আজ গরম অনেকটাই কম আছে বলে মনে করছেন সকলে। তবে আগামী দিনে আরও বেশ খানিকটা পারদ কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের নামবে তাপমাত্রা
বিগত দু’দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেন শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে একটু হাঁটাচলা করলেই যেন ঘাম ছুটে যাচ্ছিল সাধারণ মানুষের। তবে আচমকা আবহাওয়ার এহেন পালাবদল কিছুটা হলেও স্বস্তি দিল বাংলার সাধারণ মানুষকে।
আলিপুর মৌসম ভবন জানিয়েছে, আগামী শুক্রবার থেকে রাজ্যের তাপমাত্রা আরও বেশ খানিকটা নামবে। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপটও বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের আজ ও আগামীকাল বৃহস্পতিবার টানা দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন
Join Now
তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি
হাওয়া অফিস জানাচ্ছে, রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভাসা মেঘে বৃষ্টি হলেও হতে পারে। এদিকে আগামী দু’দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মূলত উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। হাওয়া অফিস জানিয়েছে, তার প্রভাবে আগামী দু’দিন রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। তার ফলে কুয়াশার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আজ ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়।