Women’s ODI Tri-Series: দুই দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, প্রকাশ্যে এল সূচি | Women’s ODI Tri- Series 2025 April-May

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মহিলা প্রিমিয়ার লিগের মাঝেই মেয়েদের আসন্ন ত্রিদেশীয় সিরিজের (Women’s ODI Tri-Series) পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আগামী এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই ত্রিদেশীয় সিরিজের হাত ধরেই চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য আইসিসি আন্তর্জাতিক মহিলা বিশ্বকাপের প্রস্তুতি সেরে ফেলবে ভারতের মেয়েরা। জানা যাচ্ছে, ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয সিরিজে মূলত দুটি দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের নারীরা।

কবে থেকে শুরু হচ্ছে মেয়েদের ত্রিদেশীয় সিরিজ?

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, আগামী 27 এপ্রিল থেকে শুরু হচ্ছে 3 দেশের মহিলা দলের আসন্ন ত্রিদেশীয় সিরিজ। চলবে আগামী 11 মে পর্যন্ত। জানিয়ে রাখা ভাল, আসন্ন এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় মহিলা সিরিজ মূলত ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মহিলা দল নিয়ে অনুষ্ঠিত হবে।

গোটা সিরিজে প্রতিটি দল মূলত 2টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। রিপোর্ট বলছে, ত্রিদেশীয় সিরিজে অনুষ্ঠিত হবে মোট 7টি ম্যাচ। যেখানে সিরিজের ফাইনাল ম্যাচটি গড়াবে 11 মে। বেশ কিছু সংবাদমাধ্যম ও হাতে আসে তথ্য মারফত খবর, সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ভারতের ম্যাচ কবে কবে ?

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া 7 ম্যাচের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 27 এপ্রিল। সিরিজের প্রথম ম্যাচেই আয়োজক শ্রীলঙ্কার মহিলা দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মেয়েরা।

অবশ্যই পড়ুন: ৩০ টাকার লটারিতে কোটিপতি, মন্দির বানানোর সিদ্ধান্ত বনগাঁর দরিদ্র সাইকেল মিস্ত্রীর

এরপর 29 এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পা রাখবে ভারতীয় মহিলা দল। তৃতীয় ম্যাচটি হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে 4 মে এবং সবশেষে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালের লড়াইয়ে জায়গা করার ম্যাচ খেলবে ভারতের মেয়েরা। এটি অনুষ্ঠিত হবে আগামী 6 মে। এখন দেখার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের মেয়েরা জায়গা করে উঠতে পারে কিনা।

READ MORE:  ভারতের বিরুদ্ধে কোনও প্ল্যানই করছে না কাজ! ট্রাম্প ফেরায় ল্যাজেগোবরে পাকিস্তান

Scroll to Top