লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

World Tour: পুরুলিয়া থেকে সাইকেলে চেপে বিশ্ব ভ্রমণ, প্যাডেল করেই ১১ দেশ ঘুরে ফেলল বাংলার ছেলে | From Purulia To World By Bicycle

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: গন্তব্যস্থল রাশিয়া, অভিযান বিশ্বভ্রমণ (World Tour)! সঙ্গে একটি সাইকেল, আর নিজের অদম্য ইচ্ছাশক্তি। এগুলিকে সঙ্গে রেখেই এক যুবক বেরিয়ে পড়েছে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে। কি শুনতে অবাক লাগছে, তাই তো? কিন্তু একদম ঠিকই শুনেছেন। বাংলার পুরুলিয়া জেলা থেকে শুরু হওয়া অক্ষয় ভগতের (Akshay Bhagat) সাইকেল নিয়ে বিশ্বভ্রমণের সফর ইতিমধ্যে ছুঁয়েছে ১১টি দেশে। বর্তমানে তিনি ভিয়েতনামে পৌঁছেছেন এবং তার পরবর্তী গন্তব্য চীন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এক অবাস্তব যাত্রার সূচনা

জানলে চমকে উঠবেন, এই দুঃসাহসিক অভিযান শুরু হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা থেকে। পুরুলিয়ার ছেলে অক্ষয় ভগত। বাড়ি থেকে রওনা দিয়ে একে একে সে ভারত, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম সহ ১১টি দেশ পার করে বর্তমানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পথে পারি জমিয়েছে। তার মূল লক্ষ্য ২ চাকার সাইকেল চালিয়েই রাশিয়া পর্যন্ত পৌঁছানো। 

READ MORE:  নতুন তিন বিচারপতি পেল হাইকোর্ট, কারা তাঁরা?

দীর্ঘ যাত্রাপথের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা

একটি সামান্য সাইকেল নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া মুখের কথা নয়। প্রতিটি দেশের আবহাওয়া, রাস্তা, খাবার, সংস্কৃতি সবই আলাদা। তাই সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হবে। কখনো অচেনা শহরের ব্যস্ত রাস্তায় পথ হারানোর ভয়, তো আবার কখনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা, সবকিছুই সামলে এগিয়ে চলেছেন অক্ষয়। তবে এই কঠিন পথেও মানুষের ভালবাসা নিয়ে স্বাচ্ছন্দে ভ্রমন করছে এই যুবক।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন

তার এই বিশ্বভ্রমণের খবর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। প্রতিদিন তিনি নিজের অভিজ্ঞতার ছবি, ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করছে, যা লাখো লাখো মানুষ দেখে ভালোবাসা দিচ্ছে। নেটিজেনদের মধ্যে অনেকেই তার এই যাত্রার সঙ্গী হচ্ছেন ফলো, লাইক এবং শেয়ার করে। 

READ MORE:  Bank Rules: SBI থেকে PNB, এপ্রিলে ৬টি বড় বদল আনছে ব্যাঙ্কগুলি! প্রভাব পড়বে গ্রাহকদের উপর | SBI, PNB, HDFC And Others Bank Changing Rules

একটি পোস্টে তিনি লিখেছেন, “সাইকেলে পৃথিবীর ১১টি দেশ ভ্রমণ করে ভিয়েতনামে পৌঁছলাম। ভারত, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই বিশ্ব ভ্রমণের যাত্রাকে সাপোর্ট করার জন্য। বর্তমানে ভিয়েতনামে আছি। যাচ্ছি ভিয়েতনামের রাজধানী হ্যানয় এর পথে। পরবর্তী গন্তব্য চীন। ভিডিও বা ছবি আসতে থাকবে রোজ। আমার এই বিশ্বভ্রমণের সফর দেখতে জুড়ে থাকুন লাইক, ফলো এবং শেয়ারের মাধ্যমে।”

READ MORE:  ৪% DA-তে অখুশি কর্মীদের নয়া পদক্ষেপ, চাপে পড়তে পারে সরকার

অন্তিম গন্তব্য রাশিয়া

বর্তমানে অক্ষয় ভগত ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছে পাড়ি জমাবে প্রতিবেশী দেশ চীনের উদ্দেশ্যে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তারপর তিনি আরো কয়েকটি দেশ পেরিয়ে শেষ বা অন্তিম গন্তব্যস্থল রাশিয়াতে পৌঁছাবেন। আর এই দীর্ঘ পথের প্রতিটি মুহূর্ত যেন তার জন্য নতুন নতুন অভিজ্ঞতার ঝুলি তৈরি করছে।

এক কথায় এই সফর শুধুমাত্র এক ব্যক্তির বিশ্বভ্রমণের গল্প নয়, বরং এটি স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একটি জলজ্যান্ত উদাহরণ। শুধুমাত্র একটি সাইকেল আর অদম্য ইচ্ছাশক্তি থাকলেই যে বিশ্বভ্রমণ করা সম্ভব, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অক্ষয় ভদক নামের এই যুবক।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.