Xiaomi থেকে Samsung, কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর আছে এই ফোনগুলিতে | Qualcomm Snapdragon 8 Elite Powered Smartphone List
Samsung, Xiaomi, OnePlus এবং Realme-এর মতো বেশ কয়েকটি ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যুক্ত করেছে।
কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর হল স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। যা ইতিমধ্যে ভারতে একাধিক স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। এই চিপটি তার পূর্বসূরী স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ এর তুলনায় উল্লেখযোগ্য কর্মক্ষমতা দিতে পারে বলে দাবি কোম্পানির। ভারী সফ্টওয়্যার থেকে গেমিং কিংবা এআই নির্ভর ফিচার, সবকিছু সামলে দিতে পারে Snapdragon 8 Elite মোবাইল প্রসেসর।
Samsung, Xiaomi, OnePlus এবং Realme-এর মতো বেশ কয়েকটি ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই শক্তিশালী চিপসেটটি যুক্ত করেছে।
দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। S25, S25+ এবং টপ মডেল S25 Ultra-সহ Samsung এর Galaxy S25 সিরিজে রয়েছে এই প্রসেসর।
দাম শুরু ৬৪,৯৯৯ টাকা থেকে। Xiaomi 15 এবং 15 Ultra ফোনে পাওয়া যাবে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর।
দাম শুরু ৫৪,৯৯৯ টাকা থেকে। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মধ্যে Realme GT 7 Pro হল আরও একটি স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর-চালিত স্মার্টফোন।
এই ফোনের দাম শুরু ৫৪,৯৯৯ টাকা থেকে। iQOO 13 5G-তেও স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একাধিক এআই নির্ভর ফিচার সামলাতে পারে এবং দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
উপরোক্ত প্রত্যেকটি ফোনে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এআই ইঞ্জিন। তাছাড়া এগুলি উক্ত ব্র্যান্ডগুলির প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ডিভাইস। যারা এই প্রসেসর চালিত ফোন ব্যবহার করতে চান তারা এই ডিভাইসগুলি বিবেচনা করতে পারেন।
লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি হল নাথিং। সম্প্রতি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক ঘোষণা করেছে তারা। সংস্থার তরফে…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় তো সবাই করতে চায়। তবে অনেকেই নিরাপদ এবং সুরক্ষিত সঞ্চয়ের বিকল্প…
বাজেট কম থাকলেও এবার চিন্তা নেই। কম দামে স্মার্ট টিভি উপভোগ করার সুযোগ দিতে Thomson…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
This website uses cookies.