Xiaomi আছে সবার শেষে, বিশ্বের সেরা পাঁচ ট্যাবলেট সেলিং ব্র্যান্ডের মধ্যে কে কে আছে

ট্যাবলেটের চাহিদা বর্তমান সময়ে ব্যাপক বেড়েছে। ২০২৪ সালে ১৪ কোটিরও বেশি ট্যাবলেট বিক্রি হয়েছে। ২০২০ সালের পর এই প্রথম এত ট্যাবলেট বিক্রি বেড়েছে। ক্যানালিসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী ১৪ কোটি ৭৬ লাখ (১৪ কোটি ৭০ লাখ) ট্যাবলেট বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯.২ শতাংশ বেশি। কিন্তু আপনি জানেন কি যে ২০২৪ সালে কোন সংস্থা সবচেয়ে বেশি ট্যাবলেট বিক্রি করেছে। ক্যানালিসের রিপোর্টে বলা হয়েছে, ট্যাবলেট বিক্রিতে প্রথম স্থানে রয়েছে অ্যাপল, তার পরেই আছে স্যামসাং ও অন্যান্যরা।

READ MORE:  Xiaomi Pad 7: একদিন পরেই Xiaomi Pad 7 ট্যাবলেট ভারতে লঞ্চ হচ্ছে, ডিসপ্লে থেকে ব্যাটারি হবে লাজবাব | Xiaomi 15 ultra global launch date

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ট্যাবলেট বিক্রি হয়েছে এই ৫টি ব্র্যান্ডের

অ্যাপলের আইপ্যাড ২০২৪ সালে ৩৮.৬% মার্কেট শেয়ার নিয়ে বিশ্ব ট্যাবলেট বাজারে আধিপত্য বজায় রেখেছে। ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে অ্যাপল ৫৭ মিলিয়ন আইপ্যাড বিক্রি করেছে, যা আইপ্যাডকে সর্বাধিক বিক্রিত ট্যাবলেটে পরিণত করেছে। অ্যাপলের সাফল্যের পিছনে আছে এআই সহ নতুন মডেল লঞ্চ।

READ MORE:  প্রচুর স্মার্টফোনের পর এবার তিনটি নতুন Galaxy ট্যাব লঞ্চ করতে চলেছে Samsung

১৮.৮% মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্যামসাং, ২৭.৭ মিলিয়ন (২৭.৭ কোটি) ট্যাবলেট শিপিং করেছে‌ ব্র্যান্ডটি। আর ৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে হুয়াওয়ে, তারা ১০.৭ মিলিয়ন (১০.৭ কোটি) ট্যাবলেট বিক্রি করেছে।

এদিকে ২০২৪ সালে ১০.৪ মিলিয়ন (১০.৪ কোটি) ট্যাবলেট শিপমেন্ট করে ৭.১% শেয়ার নিয়ে চতুর্থ স্থানে আছে লেনোভো। এদিকে, শাওমি ৬.২% মার্কেট শেয়ার নিয়ে সেরা পাঁচ স্মার্টফোন সেলারের লিস্টে জায়গা করে নিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Cellecor Sleek i5 Pro i3 N95: ইন্টেল প্রসেসর সহ Cellecor এর নতুন Sleek i5 Pro, Sleek i3 Pro এবং N95 ল্যাপটপ ভারতে লঞ্চ হল | Cellecor Sleek i5 Pro i3 N95 launched in india

Scroll to Top