Xiaomi থেকে Samsung, কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর আছে এই ফোনগুলিতে | Qualcomm Snapdragon 8 Elite Powered Smartphone List
Samsung, Xiaomi, OnePlus এবং Realme-এর মতো বেশ কয়েকটি ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের ফোনে Snapdragon 8 Elite প্রসেসর যুক্ত করেছে।
কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্রসেসর হল স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। যা ইতিমধ্যে ভারতে একাধিক স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। এই চিপটি তার পূর্বসূরী স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ এর তুলনায় উল্লেখযোগ্য কর্মক্ষমতা দিতে পারে বলে দাবি কোম্পানির। ভারী সফ্টওয়্যার থেকে গেমিং কিংবা এআই নির্ভর ফিচার, সবকিছু সামলে দিতে পারে Snapdragon 8 Elite মোবাইল প্রসেসর।
Samsung, Xiaomi, OnePlus এবং Realme-এর মতো বেশ কয়েকটি ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ ফোনে এই শক্তিশালী চিপসেটটি যুক্ত করেছে।
দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। S25, S25+ এবং টপ মডেল S25 Ultra-সহ Samsung এর Galaxy S25 সিরিজে রয়েছে এই প্রসেসর।
দাম শুরু ৬৪,৯৯৯ টাকা থেকে। Xiaomi 15 এবং 15 Ultra ফোনে পাওয়া যাবে অত্যাধুনিক স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর।
দাম শুরু ৫৪,৯৯৯ টাকা থেকে। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির মধ্যে Realme GT 7 Pro হল আরও একটি স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর-চালিত স্মার্টফোন।
এই ফোনের দাম শুরু ৫৪,৯৯৯ টাকা থেকে। iQOO 13 5G-তেও স্ন্যাপড্রাগন এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একাধিক এআই নির্ভর ফিচার সামলাতে পারে এবং দুর্দান্ত গতির পারফরম্যান্স প্রদান করতে সক্ষম।
উপরোক্ত প্রত্যেকটি ফোনে রয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এআই ইঞ্জিন। তাছাড়া এগুলি উক্ত ব্র্যান্ডগুলির প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ডিভাইস। যারা এই প্রসেসর চালিত ফোন ব্যবহার করতে চান তারা এই ডিভাইসগুলি বিবেচনা করতে পারেন।
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি…
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে…
This website uses cookies.