Xiaomi 14 Civi: ছবি, রিলস বানানোর জন্য সেরা, ডুয়েল সেলফি ক্যামেরার Xiaomi ফোনে বাম্পার ডিসকাউন্ট | Xiaomi 14 Civi Discount Offer

শাওমি এখন কেবল ফিচার সমৃদ্ধ ফোন নয়, দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোনও বাজারে আনছে। এই পরিস্থিতিতে আপনি যদি মিড রেঞ্জে সেরা সেলফি ক্যামেরার ফোন খোঁজ করে থাকেন, তাহলে Xiaomi 14 Civi বেছে নিতে পারেন। এই ডিভাইসে আছে ৩২ মেগাপিক্সেল + ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর সহ ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ। আর শাওমি স্মার্টফোনটি এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিশেষ ছাড়ের সাথে তালিকাভুক্ত হয়েছে। এর সাথে ব্যাঙ্ক কার্ড অফার পাওয়া যাচ্ছে।

READ MORE:  Flipkart Big Bachat Days Sale: কাল শেষ হচ্ছে ধামাকা সেল, ১০ হাজার টাকার কমে কিনুন Vivo থেকে Realme এর জনপ্রিয় ফোন | Vivo T3 Lite 5G to Realme C61 under 10000

Xiaomi 14 Civi অফার সহ কিনুন

শাওমি ১৪ সিভি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্টের পর ৩৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। ক্রেতারা চাইলে বিশেষ এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও নিতে পারেন।

বেশ কয়েকটি মডেল এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ১,০০০ টাকা বোনাস দেওয়া হবে। এছাড়া সাধারণভাবে ২৫,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর।

READ MORE:  Oppo Find N5 Specification: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ করছে Oppo, কতটা স্লিম শুনলে চমকে যাবেন | Oppo Find N5 Launch Date February 20

Xiaomi 14 Civi এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৪ সিভি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং ৩০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৫৫-ইঞ্চি AMOLED ডিসপ্লে আজে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত এবং ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ও ৩২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর সহ ডুয়েল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy F15 5G এখন মাত্র ১২ হাজার টাকার কমে

Scroll to Top