Xiaomi 15 Discount: ২১ হাজার টাকার পর্যন্ত ডিসকাউন্ট, শুরু হল Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এর বিক্রি | Xiaomi 15 Ultra Pre Orders
গত ১১ মার্চ ভারতে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। আর আজ থেকে শুরু হল এই দুই ফোনের সেল। সেলের প্রথম দিনেই পাওয়া যাচ্ছে দারুন অফার ও ছাড়। এই সিরিজে দুটি মডেল লঞ্চ করেছে কোম্পানি – Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra। একগুচ্ছ এআই ফিচার, চোখ ধাঁধানো ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর রয়েছে এই সিরিজে। একনজরে দেখে নেওয়া যাক উভয় ফোনের দাম এবং অ্যামাজনে কত টাকা ছাড় ও কী অফার রয়েছে।
শাওমি ১৫ সিরিজের প্রথম সেলেই রয়েছে দারুন অফার। শাওমি ১৫ আলট্রা এর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা। তবে আপনি এটির উপর ২১,৯৯৯ টাকা ছাড় পাবেন। এছাড়াও, ICICI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ১০,০০০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পেতে পারেন। এর সঙ্গে ৫,৯৯৯ টাকার শাওমি কেয়ার প্ল্যানও পাওয়া যাচ্ছে।
অপরদিকে, শাওমি ১৫ মডেলে ১০ হাজার টাকার সুবিধা পাবেন। স্মার্টফোনটির দাম ৬৪,৯৯৯ টাকা। তবে আপনি এটি ৫৯,৯৯৯ টাকায় পেতে পারেন। কীভাবে? ICICI ব্যাংক ক্রেডিট কার্ডে ৫০০০ টাকার ছাড় রয়েছে, সঙ্গে ৫৯৯৯ টাকার শাওমি কেয়ার প্ল্যান পাওয়া যাচ্ছে। দুটি স্মার্টফোনের প্রি-বুকিং আজ অর্থাৎ ১৯ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে।
শাওমি ১৫ এবং শাওমি ১৫ আলট্রা দুই ডিভাইসেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে OIS-সহ ৫০ মেগাপিক্সেল LYT-৯০০ প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, OIS-সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX ৮৫৮ টেলিফটো ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল ISOCELL HP৯ পেরিস্কোপ টেলিফটো সেন্সর পাওয়া যাবে।
অন্যদিকে, শাওমি ১৫-তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল, ৫০ মেগাপিক্সেল টেলিফটো OIS এবং ৩x অপটিক্যাল জুম রয়েছে।
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশে হিরের ছড়াছড়ি! যেন আলোকোজ্জ্বল হিরের পাহাড়! তার বহিরঙ্গ ও অন্তরঙ্গ দুইই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ডিজিটাল লেনদেনকে আরো এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্র সরকার নতুন পথে…
This website uses cookies.