Xiaomi 15 সিরিজের লঞ্চের তারিখ অবশেষে ঘোষণা করা হল। শাওমির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। এই সিরিজের অধীনে দুটি মডেল ভারতে আসতে পারে – Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra। এই সিরিজে ৬.৭৩ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। আর ফোনগুলি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত হতে পারে। ফটোগ্রাফির জন্য, পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল Periscope সেন্সর। এদের ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে ৬০০০ এমএএইচ, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
শাওমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি টিজার পোস্টার শেয়ার করেছে। পোস্টারে একটি তারিখ উল্লেখ করা হয়েছে, যা হল ২ মার্চ, ২০২৫। পোস্টারে ফ্যানদের জন্য লেখা ‘ইউ অ্যাট দ্য পিনাকল, শাওমি লঞ্চ মার্চ ২০২৫’।
Mark your calendars for March 2nd.
Get ready to witness #TheNextPinnacle.#XiaomiLaunch #Xiaomi15Series
— Xiaomi India (@XiaomiIndia) February 16, 2025
শিওমি ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে শেয়ার করা এই পোস্টার থেকে স্পষ্ট যে সংস্থাটি এই দিনে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। পোস্টারের ক্যাপশনেও হ্যাশট্যাগ Xiaomi 15 সিরিজ ব্যবহার কথা হয়েছে। এই সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ভারতে ওইদিন Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ডিভাইস দুটি লঞ্চ করতে পারে।
Xiaomi 15 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লিকের কথা বললে, শাওমি ১৫ আল্ট্রা ফোনে ৬.৭৩ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এতে পাওয়া যেতে পারে ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে। এর ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে ৬০০০ এমএএইচ যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।