লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi 15 Ultra Camera: 10 হাজার টাকা দাম কমলো 200 মেগাপিক্সেল ক্যামেরার সেরার সেরা স্মার্টফোন Xiaomi 15 Ultra এর | Xiaomi 15 Ultra Price in India

Published on:

অ্যামাজন ইন্ডিয়ায় চলছে Xiaomi Summer Savings Day সেল। এই সেলে আপনি শাওমির স্মার্টফোনগুলি কম দামে কেনা যাচ্ছে। তাই এই মুহূর্তে আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের দুর্দান্ত ফিচারের ডিভাইসের খোঁজ করে থাকেন, তাহলে Xiaomi 15 Ultra বেছে নিতে পারবেন। এর 16GB র‍্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,09,999 টাকা। তবে 10 এপ্রিল পর্যন্ত চলা এই সেলে ফোনটি 10 হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টসহ পাওয়া যাচ্ছে।

READ MORE:  HTC Wildfire E5 Plus Launched: নতুন স্মার্টফোন নিয়ে কামব্যাক করল HTC, জলের দরে বিশাল স্ক্রিন ও 50MP ক্যামেরা | HTC Wildfire E5 Plus Price

আবার সেলে Xiaomi 15 Ultra ফোনটি 3299 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। এছাড়া পুরানো স্মার্টফোন পাল্টে 32,800 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর নির্ভর করবে।

ফিচার এবং স্পেসিফিকেশন

শাওমি 15 আল্ট্রা ফোনে আছে 6.73 ইঞ্চি 2K M8 12-বিট OLED LTPO ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 3200 নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 200 মেগাপিক্সেল সুপার টেলিফটো সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এগুলো সবই Leica সেন্সর।

READ MORE:  মাসিক কিস্তি সহ বাম্পার ডিসকাউন্ট, ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Vivo ফোনে ছাড়

এদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। শাওমি 15 আল্ট্রা ডিভাইসে 5410mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

READ MORE:  OnePlus 13T হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন, থাকবে দুর্দান্ত টেলিফটো ক্যামেরা

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.