শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 15 Ultra আগামী মাসেই বাজারে আসছে। গতকাল, সংস্থাটি এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ফোনটি ২ মার্চ উন্মোচিত হবে। এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক মডেল হতে চলেছে। যুগান্তকারী প্রযুক্তি ও উদ্ভাবনী প্রযুক্তি দেখা যাবে। চলুন দেখে নিই, এই ফোনের দাম কেমন হবে ও কী কী চমক থাকবে।
Xiaomi 15 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)
শাওমি ১৫ আল্ট্রা ৬.৭৩ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসতে পারে যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট অফার করবে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য হাই-পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
স্মার্টফোনটিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি মিলতে পারে যা ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। ফোনটির পূর্বসূরী শাওমি ১৪ আল্ট্রার অন্যতম প্লাস পয়েন্ট ছিল উন্নত ক্যামেরা সিস্টেম, যা লেইকার সহযোগিতায় তৈরি হয়েছিল। শাওমি ১৫ আল্ট্রা এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
শাওমির আপকামিং ফ্ল্যাগশিপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে বলে দাবি করা হয়েছে সূত্রের তরফে।
Xiaomi 15 Ultra দাম
ইউরোপে শাওমির এই ফোনের দাম ১,৪৯৯ ইউরোর আশেপাশে থাকতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৩৪,৩০০ টাকা। এটি ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। পূর্বসূরী মডেলটি ভারতে লঞ্চ হয়েছিল ৯৯,৯৯৯ টাকা। ফলে এই বছর Xiaomi 15 Ultra-র দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।