লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi 15 Xiaomi 15 Ultra Launch Date: স্মার্টফোনে DSLR-এর ক্যামেরা! ভারতে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে Xiaomi 15 ও Xiaomi 15 Ultra | Xiaomi 15 Ultra Specification

Published on:

Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC 2025) আত্মপ্রকাশ করেছে। ফোন দুটি গত বছরের  Xiaomi 14 এবং 14 Ultra এর উত্তরসূরী হিসেবে এসেছে। এই ফোনগুলিতে কোয়ালকমের পাওয়ারফুল Snapdragon 8 Elite চিপসেট, ২০০ মেগাপিক্সেল পর্যন্ত টেলিফটো লেন্স এবং HyperOS 2 মোবাইল সফটওয়্যার রয়েছে। এখন, কোম্পানি Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra-র ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেছে।

Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ভারতে লঞ্চ হবে কবে

ভারতে শাওমি ১৫ ও শাওমি ১৫ আল্ট্রার দাম ১১ই মার্চ দুপুর ১২টা নাগাদ ঘোষণা করা হবে। অ্যামাজনে ফোন দুটির ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ রয়েছে, যা ওই ই-কমার্স প্ল্যাটফর্মের ফ্ল্যাগশিপগুলির প্রাপ্যতা নিশ্চিত করে। এছাড়াও Ultra অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্র্যান্ডের খুচরা দোকানের মাধ্যমে বিক্রি হবে। শাওমির ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে শাওমি ১৫ আল্ট্রা ফটোগ্রাফি কিট তালিকাভুক্ত হয়েছে, যা আলাদাভাবে কেনা যাবে।

READ MORE:  ভাল ক্যামেরা ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স, Samsung-এর নতুন ফোন আসছে দেশে

Xiaomi 15: স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি ১৫ স্মার্টফোনে ৬.৩৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩২০০ নিট পিক ব্রাইটনেস, ২৬০০x১২০০ পিক্সেল রেজোলিউশন, ডলবি ভিশন ও ডিসি ডিমিং অফার করে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরে চলে। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে সর্বোচ্চ ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ লিস্টেড হয়েছে। সফটওয়্যারের দিক থেকে, হাইপারওএস ২.০ কাস্টম স্কিন রয়েছে।

READ MORE:  Samsung Galaxy S24 Series: S25 সিরিজ লঞ্চ হতেই Samsung Galaxy S24 স্মার্টফোনের দাম 10,000 টাকা কমল | Samsung Galaxy S24 Series Sale Offer

ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে থাকা ৫,২৪০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

Xiaomi 15 Ultra: স্পেসিফিকেশন ও ফিচার্স

শাওমি ১৫ স্মার্টফোনে ৬.৩৬ ইঞ্চি ডব্লিউকিউএইচডি + প্লাস অ্যামোলেড ২K ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩২০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন ও সেরামিক গ্লাস প্রোটেকশন ২.০ অফার করে। এতেও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার হয়েছে। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে সর্বোচ্চ ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ লিস্টেড হয়েছে। সফটওয়্যারের দিক থেকে, হাইপারওএস ২.০ কাস্টম স্কিন রয়েছে।

READ MORE:  Xiaomi 15 Ultra Specification: শাওমির দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে আগামী মাসে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রচুর ফিচার্স | Xiaomi 15 Ultra March 2 Launch Date

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ৫,৪১০ এমএএইচ ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। উল্লেখ্য, এটির চীনা মডেলে ৬,০০০ এমএইচ ব্যাটারি রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.