Xiaomi 15s Pro Camera: এপ্রিলে আরও এক প্রিমিয়াম ফোন লঞ্চ করবে Xiaomi, ক্যামেরা-প্রসেসর হবে বড় আকর্ষণ | Xiaomi 15s Pro Features
শাওমি কোম্পানির এক সফটওয়্যার ডিরেক্টর চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Xiaomi 15S Pro-এর ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করেছেন।
সুমন পাত্র, কলকাতা: Xiaomi 15 ও Xiaomi 15 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে বেশিদিন হয়নি। এর মধ্যেই চাইনিজ টেক জায়ান্টটির আরও একটি প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আলোচনায় উঠে আসা এই নতুন মডেলটি হল Xiaomi 15S Pro। গত মাসে IMEI ডাটাবেসে 25042PN24C মডেল নম্বরের সাথে দেখা গিয়েছিল শাওমির আসন্ন ফোনটিকে। সংস্থা এখনও মুখ না খুললেও, ফাঁস হওয়া ছবি থেকে Xiaomi 15S Pro-এর অস্তিত্ব নিশ্চিত করা গিয়েছে।
জানা গিয়েছে, শাওমি কোম্পানির এক সফটওয়্যার ডিরেক্টর চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Xiaomi 15S Pro-এর ক্যামেরায় তোলা ছবি প্রকাশ করেছিলেন। যদিও কিছুক্ষণ পরেই সেই পোস্টটি প্রোফাইল থেকে মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে টিপস্টার কার্তিকে সিং পোস্টটি দেখে ফেলেছেন ও সেখানে “Xiaomi 15S Pro” ট্যাগযুক্ত একটি নমুনা ছবি অন্তর্ভুক্ত ছিল। ফলে এটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানি Xiaomi 15S Pro মডেলে তাদের ফ্ল্যাগশিপ Leica টিউনড ক্যামেরা সিস্টেম ধরে রাখতে পারে বলে জল্পনা চলছে। তবে বিশাল কিছু পরিবর্তনের পরিবর্তে আরও উন্নত ফিচার্সের উপর জোর দেওয়া হবে। আগামী অক্টোবরে Snapdragon 8 Elite 2 প্রসেসর লঞ্চ হওয়ার কথা থাকলেও, এতে Xiaomi 15 সিরিজের বাকি মডেলগুলির মতো Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার হতে পারে।
উল্লেখ্য, ডিভাইসটি ফেব্রুযারি মাসে চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল, যেখান থেকে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার কথা জানা গিয়েছে। Xiaomi 15S Pro এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে ১৪ ইঞ্চির Pad 7 Max ট্যাবলেটের সঙ্গে লঞ্চ হতে পারে। স্মার্টফোনটিতে Xiaomi 15 এবং 15 Pro-এর ডিজাইন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার সময় বাড়িতে বসেই ব্যবসা করা যায়। তাও একদম স্বল্প বিনিয়োগে। যদি…
রিয়েলমি এপ্রিলের প্রথম দিনেই দুটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল। Realme Narzo 80 Pro 5G…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম দিনই গ্রাহকদের বিরাট ধাক্কা দিল ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC।…
ভারতে মোটোরােলার নতুন ফোন Edge 60 Fusion আগামীকাল অর্থাৎ ২ এপ্রিল পা রাখতে চলেছে। তবে…
মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। ছাতা ছাড়া রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
This website uses cookies.