লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi 15s Pro Specifications: লেইকা ক্যামেরা সহ Xiaomi 15S Pro বাজারে ঝড় তুলবে, ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এপ্রিলে লঞ্চ হবে | Xiaomi 15s Pro Launch Timeline

Published on:

Xiaomi 15S Pro এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। এর সাথে ১৪-ইঞ্চি Xiaomi Pad 7 Max ট্যাবলেটও বাজারে আসতে পারে।

সুমন পাত্র, কলকাতা: Xiaomi এই মুহূর্তে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Xiaomi 15S Pro এর উপর কাজ করছে। গত মাসে এই ডিভাইসটি IMEI ডেটাবেসে 25042PN24C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে, যার কোডনেম ‘dijun’। আজ একটি পোস্টার থেকে এর লঞ্চের সময় জানা গেছে। এর আগে ডিভাইসটির স্পেসিফিকেশন সামনে এসেছিল। আসুন Xiaomi 15S Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

READ MORE:  নতুন Samsung Galaxy S25 Ultra ফোনে ২৬ হাজার টাকা ডিসকাউন্ট, হাতছাড়া করলে পস্তাবেন | Samsung Galaxy S25 Ultra Upgrade Bonus Offer

Xiaomi 15S Pro এর পোস্টার ফাঁস

শাওমির সফটওয়্যার ডিরেক্টর সম্প্রতি উইবো তে একটি পোস্ট শেয়ার করেন, যা পরে মুছে ফেলা হয়। তবে, টিপস্টার কার্তিকেয় সিং এই পোস্টটির স্ক্রিনশট নিয়ে নেন, যেখানে শাওমি ১৫এস প্রো এর ছবি দেখা গেছে।

Xiaomi 15S Pro এর সম্ভাব্য লঞ্চের সময় এবং ডিজাইন

সূত্রের মতে, শাওমি ১৫এস প্রো এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। এর সাথে ১৪-ইঞ্চি Xiaomi Pad 7 Max ট্যাবলেটও বাজারে আসতে পারে।

READ MORE:  পিছনে ১০০ মেগাপিক্সেল এবং সামনে ৫০ মেগাপিক্সেল, সেরা ক্যামেরার সস্তা তিন স্মার্টফোন

Xiaomi 15S Pro এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

শাওমি ১৫এস প্রো ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের বদলে শাওমির ইন-হাউস XRING প্রসেসর ব্যবহার করা হতে পারে। ক্যামেরার কথা বললে, এতে শাওমি ১৫ প্রো এর লেইকা-টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে, যা ফটোগ্রাফির মান উন্নত করবে। এই ফোনটি গত মাসে চীনের 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল, যেখানে এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অন্তর্ভুক্ত হয়েছিল।

READ MORE:  Realme Neo 7 SE Price: চাপে পড়তে চলেছে রেডমি, লঞ্চের আগেই Realme Neo 7 SE ফোনের দাম প্রকাশ হল | Realme Neo 7 SE Launch Date

বর্তমানে Xiaomi 15S Pro ফোনের দাম জানা যায়নি। এছাড়া এথ ডিসপ্লে ও ব্যাটারি সম্পর্কিত তথ্য সামনে আসেনি। আশা করা হচ্ছে যে শীঘ্রই এই ডিভাইস সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.