Xiaomi 15s Pro Specifications: লেইকা ক্যামেরা সহ Xiaomi 15S Pro বাজারে ঝড় তুলবে, ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এপ্রিলে লঞ্চ হবে | Xiaomi 15s Pro Launch Timeline
Xiaomi 15S Pro এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। এর সাথে ১৪-ইঞ্চি Xiaomi Pad 7 Max ট্যাবলেটও বাজারে আসতে পারে।
সুমন পাত্র, কলকাতা: Xiaomi এই মুহূর্তে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Xiaomi 15S Pro এর উপর কাজ করছে। গত মাসে এই ডিভাইসটি IMEI ডেটাবেসে 25042PN24C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে, যার কোডনেম ‘dijun’। আজ একটি পোস্টার থেকে এর লঞ্চের সময় জানা গেছে। এর আগে ডিভাইসটির স্পেসিফিকেশন সামনে এসেছিল। আসুন Xiaomi 15S Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।
শাওমির সফটওয়্যার ডিরেক্টর সম্প্রতি উইবো তে একটি পোস্ট শেয়ার করেন, যা পরে মুছে ফেলা হয়। তবে, টিপস্টার কার্তিকেয় সিং এই পোস্টটির স্ক্রিনশট নিয়ে নেন, যেখানে শাওমি ১৫এস প্রো এর ছবি দেখা গেছে।
সূত্রের মতে, শাওমি ১৫এস প্রো এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে। এর সাথে ১৪-ইঞ্চি Xiaomi Pad 7 Max ট্যাবলেটও বাজারে আসতে পারে।
শাওমি ১৫এস প্রো ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের বদলে শাওমির ইন-হাউস XRING প্রসেসর ব্যবহার করা হতে পারে। ক্যামেরার কথা বললে, এতে শাওমি ১৫ প্রো এর লেইকা-টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে, যা ফটোগ্রাফির মান উন্নত করবে। এই ফোনটি গত মাসে চীনের 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল, যেখানে এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অন্তর্ভুক্ত হয়েছিল।
বর্তমানে Xiaomi 15S Pro ফোনের দাম জানা যায়নি। এছাড়া এথ ডিসপ্লে ও ব্যাটারি সম্পর্কিত তথ্য সামনে আসেনি। আশা করা হচ্ছে যে শীঘ্রই এই ডিভাইস সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে।
শ্বেতা মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এল সেই সুখবর যেটার অপেক্ষা করছিলেন কোটি কোটি সরকারি কর্মী। দোলের…
৭৮,২১৩ কোটি টাকা দাবিহীন অবস্থায় (Unclaimed Money) পড়ে আছে ব্যাঙ্কে। তোলেননি কেন? আজই সময় থাকলে…
এই প্রতিবেদনে আমরা ৪০ হাজার টাকার কমে বিক্রি হওয়া সেরা কয়েকটি ফোনের বিষয়ে বলবো, যেগুলি…
আজ আমরা ৮৪ দিনের তিনটি রিচার্জ প্ল্যানের সন্ধান দেবো, যেখানে দৈনিক ডেটা সহ অন্যান্য সাধারণ…
ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel এদিন বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল স্থাপন করল, যার…
This website uses cookies.