Xiaomi Civi 5 Pro Feature: 50MP টেলিফটো ক্যামেরা ও 6000mAh ব্যাটারির সবথেকে স্লিম ফোন আনছে Xiaomi | Xiaomi Civi 5 Pro 50MP Telephoto Camera
সম্প্রতি Xiaomi চীনে একটি লাইভ ব্রডকাস্টে তাদের আপকামিং ডিভাইসগুলির ব্যাপারে জানিয়েছে, যার মধ্যে অন্যতম নারী-কেন্দ্রিক Civi সিরিজ। টেক জায়েন্টটি শীঘ্রই একটি নতুন Civi-ব্র্যান্ডেড ফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। এটি কমপ্যাক্ট-আকারের ভারসাম্যপূর্ণ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হবে, যা গত প্রজন্মের মডেলের তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেড আনবে। আবার ফোনটির ডিজাইনেও বিরাট চমক থাকবে বলে জানা গিয়েছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, Xiaomi Civi 4-এর বডি থিকনেস ৭ মিলিমিটারের কাছাকাছি থাকবে। অর্থাৎ ফোনটি ৭ মিমি পাতলা হওয়ার সম্ভাবনা। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এরকম স্লিম ডিভাইসের ক্ষেত্রে যা সত্যিই অবাক করার মতো। উল্লেখ্য, গত বছরের Civi 4 Pro মডেলের ৭.৫ মিমি বডির ভিতরে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ছিল।
এতে Snapdragon 8 সিরিজের হাই-পারফরম্যান্স চিপসেট থাকবে, যা ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স সরবরাহ করবে। টিপস্টার স্পষ্টভাবে চিপসেটের নাম উল্লেখ করেননি, তবে Civi 5 Pro আসন্ন Snapdragon 8s Elite চিপসেটের সঙ্গে আসবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া তথ্যে আরও বলা হয়েছে যে, ফোনটির ব্যাক প্যানেলে ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
Xiaomi Civi 5 Pro কাচের তৈরি বিল্ড সহ আসবে এবং উপরের বাম কোণে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। ফোনের সামনে ডুয়াল সেলফি ক্যামেরা এবং আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ কার্ভড-এজ স্ক্রিন থাকবে। দাম প্রায় ৩,০০০ ইউয়ান হতে পারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৬,২০০ টাকা। এদিকে জল্পনা চলছে যে ভারতে ফোনটি Xiaomi 15 Civi নামে বিক্রি হতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
This website uses cookies.