Xiaomi Holi Sale Offer: Xiaomi আনল হোলি সেল, সনি ক্যামেরার সহ আসা Redmi Note 14 5G ফোনে লোভনীয় অফার | Redmi Note 14 5G Price

শাওমির হোলি সেল শুরু হয়ে গেল। এই সেলে প্রথমবারের মতো লেটেস্ট রেডমি স্মার্টফোনের ওপর থাকছে বাম্পার ডিসকাউন্ট। Xiaomi Holi সেলে Redmi Note 14 5G এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম ১,০০০ টাকা কমানো হয়েছে। এর সাথে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে আপনি ২,০০০ টাকা কম দামে ডিভাইসটি কিনতে পারবেন। Redmi Note 14 5G ডিভাইসটি সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা এবং ৫১১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

শাওমি হোলি অফারে Redmi Note 14 5G এর দাম

রেডমি নোট ১৪ ৫জি গত ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা।

READ MORE:  Flipkart OMG Sale: দাম কমলো Samsung, Motorola, Google ও iPhone 16 ফোনের, এখান থেকে কিনুন | Smartphones Price Drop

তবে শাওমি হোলি সেলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ১৭,৯৯৯ টাকায়, ১৮,৯৯৯ টাকায় এবং ২০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার আপনি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় পেতে পারেন, যার ফলে
রেডমি নোট ১৪ ৫জি এর দাম শুরু হবে ১৬,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটি আইভি গ্রিন, টাইটান ব্ল্যাক, মিস্টিক হোয়াইট এবং ফ্যান্টম পার্পল কালারে পাওয়া যাচ্ছে।

READ MORE:  কম দামি ফোনে নজর শাওমির, এবার সস্তায় 108MP ক্যামেরার সঙ্গে আসছে Redmi 13x 5G

এদিকে ফ্লিপকার্টে আরও কম দামে বিক্রি হচ্ছে এই ফোন। ডিভাইসটি ফ্লিপকার্টে ১৭,৬৭৯ টাকায় তালিকাভুক্ত আছে এবং ১,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এটি ১৬,৬৭৯ টাকায় কেনা যাবে।

Redmi Note 14 5G এর ফিচার

রেডমি নোট ১৪ ৫জি ফোনে ২১০০ নিট পিক ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, আই প্রোটেকশন সহ ৬.৬৭ ইঞ্চি FHD+ অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট।

READ MORE:  বাজেটের মধ্যে সেরা ৫ ওয়াটারপ্রুফ স্মার্টফোন, Redmi, Realme থেকে Oppo সব ফোনই পাবেন

হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনে চলে। Redmi Note 14 5G ফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 OIS ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই রেডমি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫১১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Scroll to Top