Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! এপ্রিল ২০২৫-এর সিকিউরিটি প্যাচ আগেভাগেই ব্যবহার করার সুযোগ দিচ্ছে সংস্থাটি। এরজন্য ‘Mi Pilot’ পোগ্রামে নাম লেখাতে হবে। এই বিশেষ টেস্টার প্রোগ্রামে আগ্রহী ব্যবহারকারীরা HyperOS-এর নতুন আপডেট ও নিরাপত্তা ফিচারগুলো রিলিজের আগেই ব্যবহার করতে পারেন।
Mi Pilot কী?
এমআই পাইলট হলো শাওমির একটি অফিসিয়াল বিটা টেস্টিং প্রোগ্রাম। এখানে ব্যবহারকারীরা আপকামিং সফটওয়্যার আপডেটগুলো ব্যবহার করে তাদের মতামত জানাতে পারেন। এমআই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সফটওয়্যার রিলিজের আগে সেটির কার্যকারিতা পরীক্ষা করা, বাগগুলো শনাক্ত ও ঠিক করা এবং ডিভাইসে কম্প্যাটিবিলিটি নিশ্চিত করা।
Mi Pilot পোগ্রামে যোগ দিলে কী সুবিধা মিলবে?
এমআই পাইলট প্রোগ্রামে অংশগ্রহণ করলে ব্যবহারকারীরা কেবল আগাম আপডেটই পাবেন না, এর সাথে Xiaomi-র সফটওয়্যার উন্নত করার কাজেও যোগ দিতে পারবেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা HyperOS-এর নতুন ফিচার ও নিরাপত্তা প্যাচ সবার আগে ব্যবহার করতে পারবেন। আবার ভবিষ্যতের আপডেট সম্পর্কে আগাম তথ্য পাবেন।
Mi Pilot পোগ্রামে রেজিস্ট্রেশন কীভাবে করবেন
Mi Pilot প্রোগ্রামে অংশ নিচে চাইলে Xiaomi ফোনের Settings-এ গিয়ে About Phone > System Update অপশনে গিয়ে উপরের ডান কোণার গিয়ার আইকনে ট্যাপ করতে হবে। এরপর “Apply for Beta” অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর ২-৩ দিনের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন।