লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi Mi Pilot Program: Xiaomi Redmi ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আগেভাগে পেয়ে যাবেন এপ্রিল ২০২৫ সিকিউরিটির আপডেট

Published on:

Xiaomi স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! এপ্রিল ২০২৫-এর সিকিউরিটি প্যাচ আগেভাগেই ব্যবহার করার সুযোগ দিচ্ছে সংস্থাটি। এরজন্য ‘Mi Pilot’ পোগ্রামে নাম লেখাতে হবে। এই বিশেষ টেস্টার প্রোগ্রামে আগ্রহী ব্যবহারকারীরা HyperOS-এর নতুন আপডেট ও নিরাপত্তা ফিচারগুলো রিলিজের আগেই ব্যবহার করতে পারেন।

Mi Pilot কী?

এমআই পাইলট হলো শাওমির একটি অফিসিয়াল বিটা টেস্টিং প্রোগ্রাম। এখানে ব্যবহারকারীরা আপকামিং সফটওয়্যার আপডেটগুলো ব্যবহার করে তাদের মতামত জানাতে পারেন। এমআই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সফটওয়্যার রিলিজের আগে সেটির কার্যকারিতা পরীক্ষা করা, বাগগুলো শনাক্ত ও ঠিক করা এবং ডিভাইসে কম্প্যাটিবিলিটি নিশ্চিত করা।

READ MORE:  প্রথম সেলে 9499 টাকায় কেনা যাবে এই 64MP Sony ক্যামেরার ফোন, রয়েছে আকর্ষণীয় অফার

Mi Pilot পোগ্রামে যোগ দিলে কী সুবিধা মিলবে?

এমআই পাইলট প্রোগ্রামে অংশগ্রহণ করলে ব্যবহারকারীরা কেবল আগাম আপডেটই পাবেন না, এর সাথে Xiaomi-র সফটওয়্যার উন্নত করার কাজেও যোগ দিতে পারবেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা HyperOS-এর নতুন ফিচার ও নিরাপত্তা প্যাচ সবার আগে ব্যবহার করতে পারবেন। আবার ভবিষ্যতের আপডেট সম্পর্কে আগাম তথ্য পাবেন।

READ MORE:  OnePlus 12 Price: এক ধাক্কায় 19 হাজার টাকা সস্তা হল OnePlus 12, OnePlus Nord 4 5G ও Nord CE4 5G | OnePlus Nord CE4 5G Price

Mi Pilot পোগ্রামে রেজিস্ট্রেশন কীভাবে করবেন

Mi Pilot প্রোগ্রামে অংশ নিচে চাইলে Xiaomi ফোনের Settings-এ গিয়ে About Phone > System Update অপশনে গিয়ে উপরের ডান কোণার গিয়ার আইকনে ট্যাপ করতে হবে। এরপর “Apply for Beta” অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপর ২-৩ দিনের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন।

READ MORE:  যেমন ক্যামেরা তেমন পারফরম্যান্স, স্ন্যাপড্রাগন প্রসেসরের এই 5G স্মার্টফোনের দাম হু হু করে কমলো

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.