লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi Pad 7: বিরাট সুযোগ, শুরু হল Xiaomi Pad 7 ট্যাবলেটের সেল, দাম কত দেখুন | Xiaomi pad 7 tablet goes on sale today 13 January in india

Published on:

Xiaomi Pad 7 Sale: আপনি যদি নতুন ট্যাবলেট কিনতে চান তবে শাওমি প্যাড 7 বেছে নিতে পারেন। এটি কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে এবং আজ অর্থাৎ 13 জানুয়ারি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই ট্যাবলেটে শক্তিশালী স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট ও 8850mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমি প্যাড 7 ট্যাবে 11.2-ইঞ্চি 3.2K এলসিডি স্ক্রিন এবং অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিন আছে।

Xiaomi Pad 7 এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

ভারতে শাওমি প্যাড 7 এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। এর টপ-এন্ড ন্যানো টেক্সচার ডিসপ্লে এডিশনের দাম 32,999 টাকা। এটি গ্রাফাইট গ্রে, মিরেজ পার্পল এবং সেজ গ্রিন কলারে এসেছে।

READ MORE:  Xiaomi Pad 7: একদিন পরেই Xiaomi Pad 7 ট্যাবলেট ভারতে লঞ্চ হচ্ছে, ডিসপ্লে থেকে ব্যাটারি হবে লাজবাব | Xiaomi 15 ultra global launch date

ট্যাবলেটটি আজ 13 জানুয়ারি দুপুর 12 টা থেকে অ্যামাজন, শাওমি ইন্ডিয়া ই-স্টোর এবং শাওমির অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।

Xiaomi Pad 7 এর স্পেসিফিকেশন

শাওমি প্যাড 7 ট্যাবলেটে 11.2-ইঞ্চি 3.2K (3200×2136 পিক্সেল) এলসিডি স্ক্রিন আছে, যা 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট, 800 নিট ব্রাইটনেস সহ ডলবি ভিশন এবং এইচডিআর 10 সাপোর্ট করে। এই ডিসপ্লে টিইউভি রাইনল্যান্ড ট্রিপল আই প্রোটেকশন সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ এসেছে।

READ MORE:  Lenovo Yoga Tab Plus & Idea Tab Pro Launch: শক্তিশালী প্রসেসর সহ 10,200mah ব্যাটারি, একসাথে দুটি দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল Lenovo | Lenovo Yoga Tab Plus and Idea Tab Pro Launch Price

পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপ, 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 অনবোর্ড স্টোরেজ আছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, এই ট্যাবলেটে 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। এতে কোয়াড-মাইক সেটআপ এবং ডলবি অ্যাটমস সহ কোয়াড-স্পিকার সিস্টেম উপস্থিত।

READ MORE:  Lenovo Tab: ডুয়াল স্পিকার, বড় ডিসপ্লে, ও শক্তিশালী ব্যাটারির বাজেট ট্যাবলেট লঞ্চ করল Lenovo | Budget Lenovo tab launched globally

এই ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8850mAh ব্যাটারি আছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই 6 ই, ব্লুটুথ 5.4 এবং একটি ইউএসবি 3.2 টাইপ-সি জেন 1 পোর্ট অন্তর্ভুক্ত। এটি কীবোর্ড এবং স্টাইলাস পেন সাপোর্ট সহ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.