Xiaomi Pad 7 Discount: দামি ট্যাবলেট এখন অনেক সস্তায়, Xiaomi Pad 7 কিনুন ৭ হাজার টাকা ডিসকাউন্টে | Xiaomi Pad 7 Tablet Best Deal
শাওমির প্রিমিয়াম ট্যাবলেট বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে লোভনীয় অফার দেওয়া হচ্ছে ট্যাবের উপর। যেকারণে অনেকটাই কম দামে কেনা যাচ্ছে Xiaomi Pad 7। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন ক্রেতারা। ফিচারের কথা বললে, শাওমির এই ট্যাবে আছে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ১১.১৬ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর।
শাওমি প্যাড ৭ এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ৩৪,৯৯৯ টাকার পরিবর্তে ৩০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,৫০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।
শাওমি প্যাড ৭ ট্যাবলেটের সামনে দেখা যাবে ৩কে ক্রিস্টাল রেস ডিসপ্লে। এর সাইজ ১১.১৬-ইঞ্চি, যা ডলবি ভিশন সাপোর্ট করে। আবার এই ডিসপ্লে ৮০০ নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে ১৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। শাওমি প্যাড ৭ ট্যাবে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.