Xiaomi Pad 7 Nano Price: রোদে পরিষ্কার দেখা যাবে, স্পেশাল ডিসপ্লের Xiaomi Pad 7 আকর্ষণীয় অফারে কেনা যাবে | Xiaomi Pad 7 Nano Texture Display Edition Sale 18 February

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ভারতে বিক্রি শুরু হবে Xiaomi Pad 7 Nano টেক্সচার ডিসপ্লে এডিশনের। এই ট্যাবলেটটি অ্যামাজন, mi.com এবং সমস্ত শাওমি রিটেল স্টোরে ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। সেল উপলক্ষে ক্রেতারা বিশেষ ডিল এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ১,০০০ টাকা ছাড় পাবেন। দুপুর ১২টা থেকে ট্যাবলেটটি বুকিং করা যাবে।

Xiaomi Pad 7 Nano টেক্সচার ডিসপ্লে এডিশনের স্পেসিফিকেশন

শাওমির প্যাড ৭ ন্যানো টেক্সচার ডিসপ্লে এডিশনের ট্যাবলেটে চমকপ্রদ সব ফিচার‌ দেখা যাবে। নাম অনুসারে, এতে ন্যানো টেক্সচার ডিসপ্লে উপস্থিত, যা বাইরে ব্যবহারের জন্য আরও ভাল দৃশ্যমানতা অফার করবে। এর অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ ডিসপ্লের স্বচ্ছতা বাড়াবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই প্রযুক্তির কারণে ব্রাইটনেস ৯৯ শতাংশ এবং রিফ্লেক্টিভিটি ৬৫ শতাংশ কমে যাবে।

READ MORE:  বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা যুক্ত ল্যাপটপ লঞ্চ করে চমকে দিল Lenovo, দাম কত জানেন | Lenovo Yoga Air X AI Yuanqi Edition Launched

Xiaomi Pad 7 ট্যাবলেটে রয়েছে ১১.২ ইঞ্চি ডিসপ্লে

শাওমির এই ট্যাবলেটে আছে ১১.২ ইঞ্চির ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে যার রেজোলিউশন ৩.২কে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস ৮০০ নিটস এবিএম। অতিরিক্তভাবে, এতে হাইড্রোটাচ প্রযুক্তির উপস্থিত, যা ভেজা হাতেও টাচ স্ক্রিন ব্যবহার করতে দেবে। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট, ১২ জিবি LPDDR5X র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 4.0 স্টোরেজ।

READ MORE:  Lava ProWatch X Launched: চলে এল অ্যামোলেড ডিসপ্লে ও ১০ দিন ধরে চলা নতুন স্মার্টওয়াচ, দাম দেখুন

এদিকে শাওমি প্যাড ৭ হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলে এবং এতে শক্তিশালী ৮,৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করবে। ওজনের দিক থেকে, ট্যাবলেটটি ৫০০ গ্রাম এবং এটি ৬.১৮ মিমি পুরু। এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে রয়েছে ডলবি অ্যাটমস স্পিকার।

READ MORE:  ৫৯৯৯ টাকা থেকে Smart TV, বিরাট সুযোগ দিচ্ছে Flipkart বিগ সেভিং ডেজ সেল

Scroll to Top