Yamaha R3 & MT 03: আনন্দে ভাসছে ক্রেতারা, বাইকের দাম পুরো 1 লক্ষ টাকা কমানোর ঘোষণা করল Yamaha | Yamaha R3 & MT 03 Price Drop India

জানুয়ারির অন্তিম দিনে ক্রেতাদের জন্য সুখবর শোনাল ইয়ামাহা ইন্ডিয়া। জাপানি সংস্থাটির ভারতীয় শাখা Yamaha R3 ও MT-03 বাইক দুটির দাম ১.১০ লক্ষ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। ফলে এখন R3 কিনতে খরচ হবে ৩.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর MT-03 মডেলটির নতুন দাম হয়েছে ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যারা সাশ্রয়ী মূল্যে হাই-পারফরম্যান্স বাইক খুঁজছিলেন, তাদের জন্য এটি দারুণ ডিল হতে পারে।

READ MORE:  চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

ইয়ামাহা নিশ্চিত করেছে যে, এগুলি সংশোধিত দাম এবং ডিসকাউন্ট বা স্টক ক্লিয়ারেন্স সেলসের অংশ নয়। এই নতুন মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হব। R3 এবং MT-03 উভয়ই চমৎকার মোটরসাইকেল হিসাবে পরিচিত। ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ভারসাম্য প্রদান করে। বাইক দুটি সম্পূর্ণ তৈরি অবস্থায় ভারতে আমদানি হয়। সেই কারণেই উচ্চমূল্যের। তবে দাম কমে যাওয়ার ফলে ভ্যালু ফর মানি অফার করবে।

READ MORE:  আধুনিক স্টাইলে রেট্রো মোটরসাইকেল লঞ্চ করল Honda, চাপে পড়বে রয়্যাল এনফিল্ড

Yamaha R3 ও MT 03: স্পেসিফিকেশন

ইয়ামাহার দুই বাইকেই ৩২১ সিসি টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হয়েছে। স্মুদ পাওয়ার ডেলিভারি ও রিফাইনমেন্টের জন্য পরিচিত এই ইঞ্জিন থেকে ৪১.৪ বিএইচপি ক্ষমতা ও ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা।

হার্ডওয়্যার সেটআপের মধ্যে মিলবে আপসাইড ডাউন ফর্ক ও মনোশক সাসপেনশন। দুই চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস বর্তমান। R3 একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক যা আইকন ব্লু ইয়ামাহা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। অন্যদিকে, MT-03 একটি নেকেড স্ট্রিটফাইটার মোটরসাইকেল। এটি মিডনাইট সায়ান এবং মিডনাইট ব্ল্যাক পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ভারতীয় ক্রেতাদের জন্য চোখ ধাঁধানো বাইক লঞ্চ করল কেটিএম, পাওয়ার অবাক করবে

Scroll to Top