Yashasvi Jaiswal: IPL-র মাঝেই এই দল ছাড়ার সিদ্ধান্ত যশস্বী জয়সওয়ালের | Yashasvi Jaiswal Leaves Mumbai Cricket Team
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL চলাকালীন ভারতীয় তারকা যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে বড় খবর সামনে এসেছে। খোঁজ নিয়ে জানা গেল, ঘরোয়া ক্রিকেটে দল পরিবর্তন করছেন যশস্বী। হ্যাঁ, মুম্বই দল ছেড়ে অন্য দলে ভিড়ছেন টিম ইন্ডিয়ার এই তরুণ। অতি সম্প্রতি মুম্বই ক্রিকেট দলের একটি সূত্র জানিয়েছে, রাজ্যদল ছাড়ার জন্য মুম্বইয়ের কাছে NOC চেয়েছেন জয়সওয়াল। মূলত, ইমেল মারফত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন বাঁহাতি ওপেনার। জানা যাচ্ছে, সেই চিঠিতেই দল ছাড়ার কারণও উল্লেখ করেছেন তিনি।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামছেন তিনি। আর এই মরসুম চলাকালীনই ঘরোয়া ক্রিকেটে রাজ্য দল মুম্বই থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। কিন্তু কেন? মুম্বই ক্রিকেটের একটি সূত্র অনুযায়ী, গোয়ার হয়ে খেলতে চান যশস্বী।
তিনি মুম্বই ক্রিকেট অ্যাসিসিয়েশনকেও ইমেলে সেই কথাই জানিয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে, ঘরোয়া ক্রিকেটে মুম্বই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী মরসুমে গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলতে চান জয়সওয়াল, আর সেই কারণেই MCA-র কাছে নো অবজেকশন লেটার চেয়েছেন ভারতীয় তারকা।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছিলেন তিনি। মূলত রাজ্য দল মুম্বইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেটে আগুন ঝরিয়েছেন জয়সওয়াল। এবার সেই দল ছেড়ে গোয়ায় ভিড়ছেন খেলোয়াড়। কিন্তু কেন? প্রশ্ন উঠছে তাহলে কি নতুন কোনও আকর্ষণে গোয়ার হয়ে খেলতে চাইছেন যশস্বী? বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, খুব সম্ভবত আগামী মরসুমে তাঁকে অধিনায়ক করতে পারে গোয়া। মনে করা হচ্ছে হয়তো সেই কারণকে সামনে রেখেই মুম্বই ছাড়ছেন তিনি।
ভারতীয় তারকা যশস্বী এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 36টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে 66 ইনিংসে 60.85 গড়ে মোট 3712 রান তুলেছেন তিনি। সেই সাথেই রয়েছে 13টি দুরন্ত সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরিও। এছাড়াও 33টি লিস্ট এ ম্যাচে 1526 রান করেছেন জয়সওয়াল। যার মধ্যে 5টি সেঞ্চুরি ও 7টি অর্ধ শতরান রয়েছে।
অবশ্যই পড়ুন: ৮০ দেশের ভরসা ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র! প্রতিরক্ষা ক্ষেত্রে ২৩,৬২২ কোটির রপ্তানি, রেকর্ড ভারতের
উল্লেখ্য, 2019 সালে প্রথমবারের জন্য ছত্তিশগড়ের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বই দলে পা রাখেন জয়সওয়াল। শেষবারের মতো 2025 সালের 23 জানুয়ারি জম্মু-কাশ্মীরের বিপক্ষে রাজ্য দলের হয়ে ব্যাট ধরেছিলেন তিনি। ওয়াকিবহাল মহল মনে করছেন, মুম্বইয়ের হয়ে খেলে পরিচয় পেয়ে এবার অধিনায়ক হওয়ার তাগিদেই গোয়ায় ভিড়ছেন যশস্বী।
প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগে দুর্নীতির (SSC Case) অভিযোগ ওঠায় গত বছর কলকাতা হাই কোর্টে মামলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ভারতীয় রেলের চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ…
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
This website uses cookies.