Yogi Gave Gift To LSG Captain: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ | Yogi Gave Gift To Pant

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। সেই অনুশোচনা যে নেই তেমনটা নয়। তবে এবারের IPL মরসুমে লখনউ সুপার জায়েন্টের অধিনায়ক (LSG Captain) তিনি। তাই দিল্লি ছেড়ে নতুন দলের নেতৃত্ব পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ভারতীয় তারকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সেই সূত্র ধরেই, সম্প্রতি দলের জন্য শুভকামনা চাইতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন ঋষভ পন্থ, সঞ্জীব গোয়েঙ্কাসহ দলের বাকিরা। আর সেই সাক্ষাতেই ভারতীয় তারকা পন্থকে বিরাট উপহার দিয়েছেন যোগী। কী উপহার পেলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান?

পন্থকে বড় উপহার দিলেন যোগী

IPL শুরু হতে আর দুটো দিন। তাই এ মরসুমের যাত্রা শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করতে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা সহ LSG-র সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড় ও অন্যান্য কর্তারা। এদিন যোগীর সাথে দেখা করতে গিয়েছিলেন পন্থও, যা আগেই জানানো হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আর সেই সাক্ষাতেই নাকি লখনউ দলের নতুন অধিনায়ককে শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারের সাথে দেখা হতেই তাঁকে রামের মূর্তি উপহার দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যা পেয়ে অত্যন্ত খুশি পন্থও। যেই খবর ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন খেলোয়াড়। উপহারের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন পন্থ।

READ MORE:  Champions Trophy 2025: 'মরার ওপর খাঁড়ার ঘা', চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে PCB | PCB Faces Huge Financial Loss Due To Pakistan Exit From Champions Trophy

পন্থের কাঁধে বড় দায়িত্ব

গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে অধিনায়কত্ব করেছিলেন ঋষভ। তবে এবারের IPL-এ নতুন করে DC দলে জায়গা হয়নি ভারতীয় তারকার। তবে তাতে থেমে থাকেনি পন্থের দর। গত নভেম্বরে 27 কোটির মোটা অঙ্ক দিয়ে পন্থকে দলে টেনেই তাঁকে অধিনায়ক ঘোষণা করে ফেলে সঞ্জীব গোয়েঙ্কার দল। এ মরসুমে সেই লখনউ দলকেই নেতৃত্ব দিতে হবে তাঁকে।

READ MORE:  East Bengal FC:মেসি অতীত, নতুন অস্ত্র খুঁজছেন ব্রুজো! ইস্টবেঙ্গলে আসতে পারেন এই বিদেশি ফুটবলার | East Bengal New Foreigner

গতবার যে দলকে সাফল্য পাইয়ে দিতে ব্যর্থ হওয়ায় LSG কর্তার রোষের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলকে। এবছর যাতে সেই একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেজন্যই পন্থকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে লখনউয়ের ফ্রাঞ্চাইজি। ফলত, আসন্ন মরসুমে খেলোয়াড়ের ওপর যে বাড়তি চাপ থাকবে এ কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: বাদ দিয়েছিল RCB, এবার সেই তরুণই কোহলিদের ত্রাস! চাপ বাড়ল দুই KKR মহারথীরও

READ MORE:  ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, ব্রিজ থেকে ছিটকে পড়ল ইঞ্জিন! দিল্লি-হাওড়া রুটে ব্যহত ট্রেন চলাচল

যদিও IPL ইতিহাসে ভারতীয় ক্রিকেটারের ফর্ম দুর্দান্ত। গতবার 13টি ম্যাচে অংশ নিয়ে 40.54 গড়ে 446 রান করেছিলেন ঋষভ। সাথে ছিল দুটি দুরন্ত অর্ধশতকও। কাজেই এ মরসুমেও নিজের পারফরমেন্সকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে চাইবেন ভারতীয় ক্রিকেটার।

Scroll to Top