প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি প্রজন্মের কাছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে এখন অনায়াসে বাড়িতে বসেই রোজগার করা যাবে খুব সহজে। যার মধ্যে অন্যতম হল ইউটিউব। এইমুহুর্তে ইউটিউব থেকে টাকা আয় করাই বেশির ভাগ কনটেন্ট ক্রিয়েটারদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কনটেন্ট গুলোও হয় ভিন্ন স্বাদের। বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতিবিদদেরও ইউটিউবে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Modi) নিজস্ব চ্যানেল রয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ইউটিউব থেকে মোদীর আয়
গোটা বিশ্বের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ জনপ্রিয়। আর তার প্রমাণ প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলির ফলোয়ারসদের সংখ্যা দেখলেই বোঝা যায়। এই ফলোয়ারসরা শুধু ভারতের মধ্যেই রয়েছে তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও প্রধানমন্ত্রী মোদীকে ফলো করেন। জানেন প্রধানমন্ত্রী মোদীর নামে ইউটিউবে যে চ্যানেল রয়েছে, যেখানে তার কতজন ফলোয়ারস রয়েছে? ২৭.৪ মিলিয়ন, অর্থাৎ ২ কোটি ৭৪ লক্ষ মানুষ ইউটিউবে প্রধানমন্ত্রী মোদীকে ফলো করেন। প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিউয়ার্স হয় তাঁর। তাই স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী ইউটিউব থেকে প্রচুর কোটি টাকা আয় করেন। কিন্তু জানেন কি সেই টাকার পরিমাণ টা ঠিক কত?
জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রায় ১০টি ভিডিও আপলোড করা হয়। আর প্রতিটা ভিডিওতে প্রচুর ভিউ পাওয়া যায়। যার ফলে তাঁর এক একটি ভিডিওতে কোটি কোটি টাকা আয় করতে হয়। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে ভানতারা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলেন। এলাকাটি প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত, এটি ভানতারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর রিফাইনারি কমপ্লেক্সে অবস্থিত। এখানে হাতি এবং বন্যপ্রাণীদের সংরক্ষণ কেন্দ্র। এখানে পশুদের দেখভালের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানও করা হয়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোটি কোটি টাকা আয় মোদীর
সেখান থেকেই একের পর এক মুহূর্ত ভিডিওতে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদীর এই ইউটিউব চ্যানেল। আর তা থেকেই আয় হয় কোটি টাকার বেশি। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভানতারা ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৫০.৪ কোটি মানুষ দেখেছেন। আর হিসেবের সূত্রে বোঝা যাচ্ছে যে এই ভিডিও থেকে প্রায় ১ কোটি টাকারও বেশি আয় হয়েছে নরেন্দ্র মোদীর। যদি প্রতিটা ভিডিওতে প্রায় ৪ থেকে ৫ হাজার ভিউতে এক ডলার আয় হয়, তাহলে এই ভিডিওটি প্রায় ১২৬০০০ ডলার আয় হয়েছে বলেই ধরা হচ্ছে। যা ভারতীয় টাকায় গিয়ে দাঁড়ায় ১ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা। তাহলে বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিডিও থেকে কোটি কোটি টাকা আয় করেছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।