Yuzvendra Chahal: ধনশ্রীকে সরিয়ে এসব! চাহালের সাথে কে এই রহস্যময়ী মহিলা? জানা গেল আসল পরিচয় | Rj Mahvash Yuzvendra Chahal Relations
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার মরুদেশের মেগা ফাইনালে নজর ছিল গোটা ভারতবাসীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দাপুটে ইনিংস নিয়ে চলছিল জোর আলোচনা। তবে ম্যাচে খেলোয়াড়দের গতিবিধি নিয়ে আলোচনার মাঝেই আচমকা নতুন খবর বয়ে যায় নেট দুনিয়ায়।
গতকাল দুবাইয়ের গ্যালারিতে এক রহস্যময়ী নারীর সাথে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছিল ভারতীয় স্পিনার যজুবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। যেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ভারতীয় তারকাকে নিয়ে জল্পনার নতুন দিগন্ত খুঁজে পেয়েছেন নেট নাগরিকরা। প্রশ্ন উঠছে, নতুন প্রেমে মজে গেলেন চাহাল? কেউ আবার খোঁচা দিয়ে লিখছেন, কী ধরা পড়ে গেলেন তো?
ভারতীয় তারকা যজুবেন্দ্র চাহাল ও স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া করেছেন নেট পাড়ার মানুষজন। বেশ কিছুদিন আগেও সমাজমাধ্যমে চোখ রাখলেই ভেসে আসতো চাহালের বিচ্ছেদ গুঞ্জন। এবার সেইসব জল্পনা কাটিয়ে রবিবার দুবাইয়ের গ্যালারিতে এক রহস্যময়ী নারীর সাথে ভারতীয় স্পিনারকে নজরবন্দি করেছেন ভক্তরা।
আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি স্ত্রী ধনশ্রি সাথে বিচ্ছেদ শেষ করে আবার নতুন সম্পর্ক শুরু করলেন ভারতীয় ক্রিকেটার? বেশ কিছু সূত্র মারফত খবর, মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ভারতীয় খেলোয়াড়ের ডিভোর্স সংক্রান্ত মামলা এখনও চলছে। এ প্রসঙ্গে ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, ডিভোর্সের প্রক্রিয়া এখনও শেষ হয়নি, খুব শীঘ্রই তা আদালতের হাত ধরে সম্পন্ন হবে।
রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনালের দিন দুবাইয়ের গ্যালারিতে এক রহস্যময়ী নারীর সাথে চাহালকে আলাপচারিতা সারতে দেখা গিয়েছে। যে দৃশ্য ভাইরাল হতেই খেলোয়াড়কে নিয়ে নানান মন্তব্য উঠে আসছে নেট মহলে। নেট নাগরিকদের একটা বড় অংশ সরাসরি খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলছেন। এমতাবস্থায়, চাহালের পাশে বসে ভারতের ম্যাচ উপভোগকারী সাদা পোশাক পরিহিত মহিলার পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই।
সেই আগ্রহের বশেই জানা গিয়েছে, ভারতীয় স্পিনার চাহালের ঠিক পাশে বসে রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ উপভোগকারী নারী হলেন দিল্লির 24 বছর বয়সী রেডিও জকি তথা পরিচিত মুখ আরজে মাহভাশ। সমর্থকদের একটা বড় অংশের দাবি, শুধুমাত্র গতকালই নয়, এর আগেও বেশ কয়েকবার চাহালের সাথে সমাজমাধ্যমে ছবি শেয়ার করেছেন মহাভাশ।
অবশ্যই পড়ুন: বুমরাহর চোট নিয়ে নয়া আপডেট, বড়সড় ঝটকা খেতে পারেন পান্ডিয়ারা
যদিও দিল্লির ওই তরুণী এমন দাবি উড়িয়ে দিয়েছিলেন। তবে দাবি উড়িয়েও লাভের লাভ হয়নি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের গ্যালারিতে টিম ইন্ডিয়ার অন্যতম খেলোয়াড়ের সাথে আলোচনায় মগ্ন নারীকে চাহালের নতুন প্রেমিকা হিসেবে দাবি করেছেন নেট মহলের একটা বড় অংশ। যদিও এ বিষয়ে রবিবারের পর থেকে ভারতীয় স্পিনার চাহালের তরফে কোনও রকম প্রতিক্রিয়া আসেনি।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
This website uses cookies.