Zee Bangla: জি বাংলার মেগায় তোলপাড় কাণ্ড! আচমকাই সিরিয়াল ছাড়ছেন অভিনেতা | Soumyadeep Mukherjee opens up about Getting of From Jagaddhatri Serial

পার্থ সারথি মান্না, কলকাতাঃ টেলিভিশনের পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হয় তার মধ্যে জনপ্রিয় একটি হল জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী। দেখতে দেখতে দু’বছর পেরিয়ে ফেলেও এখনও সেরা দশের তালিকাতেই দেখা মেলে জগদ্ধাত্রী-স্বয়ম্ভু জুটির। আর পাঁচটা মেগা যেখানে TRP-র অভাবে বন্ধ হয়েছে পটাপট সেখানে গোয়েন্দাগিরির পাশাপাশি পরিবারের কাহিনী দেখিয়ে দিব্যি  চলছিল সিরিয়ালটি। কিন্তু এবার আচমকাই এল খারাপ খবর। বাদ পড়ছেন নায়ক!

জগদ্ধাত্রী ছাড়ছেন নায়ক স্বয়ম্ভু

বিগত কয়েকমাস ধরেই টলিপাড়ায় অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখার্জীর মাঝে কিছু ঝামেলার কানাঘুষো শোনা যাচ্ছিল। দুজনের মধ্যে নাকি বনিবনা হচ্ছে না, যার জেরে এক দৃশ্যে দেখাও যায়নি তাদের। ইতিমধ্যেই গল্প লিপ নিয়েছে জগদ্ধাত্রীর মেয়ে দূর্গাও বড় হয়ে গিয়েছে। তবে জ্যাস এখন প্যারালাইজড, তাই গল্পের মূল ফোকাস এখন দূর্গা। এসবের মাঝেই জানা যাচ্ছে সিরিয়াল ছাড়ছেন সৌম্যদ্বীপ।

READ MORE:  ভয়াবহ সুনামিতে পরিবার হারানো মেয়েকে বাঁচিয়েছিলেন তিনি, আজ সেই মেয়ের বিয়ে দিলেন এই আইএএস অফিসার

কী জানাচ্ছেন নায়ক সৌম্যদীপ?

অঙ্কিতার সাথে ঝামেলার জন্যই মেগা ছাড়ছেন নায়ক এমনটাই গুঞ্জন টলিপাড়ায়। সত্যিই কী তাই? জানতে যোগাযোগ করা হয়েছিল সৌম্যদীপ মুখার্জীর সাথেই। তিনি জানান, ‘আমার সাথে অঙ্কিতার কোনো রাগারাগি নেই। আমরা খুব ভালো বন্ধু’। একইসাথে ধারাবাহিক ছাড়ার প্রসঙ্গে একপ্রকার বিরক্তি প্রকাশ করেই তিনি জানান, আমি মোটেই ধারাবাহিক ছাড়ছি না, আর আমার বদলে অন্য কোনো হিরোও আসছে না।

READ MORE:  Web Series: রাতের ঘুম হারাম করবে এই ‘কবিতা ভাবী‘ ওয়েব সিরিজ, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না

মাঝে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। এদিন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, হেসে উড়িয়ে দিয়ে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন অভিনেতা। একসময় দুজনে সোশ্যাল মিডিয়াতে একসাথে রিল ও ছবি শেয়ার করতেন যেটা দেখেই নেটিজেনদের মনে সন্দেহ জাগে হয়তো দুজনের মধ্যে কেমিস্ট্রি তৈরী হচ্ছে। তবে তেমনটা নয়, অঙ্কিতা স্পষ্টতই জানান, রইল আর রিয়েলিটি দুটো আলাদা। একসাথে রিল বানাই ট্রেন্ডিং গানে নাচি ঠিকই তবে একে বাইরে আমাদের মধ্যে কিছুই নেই।

READ MORE:  Neem Phooler Madhu: 'বাবুউউ'র বিয়ে হতেই শেষের পথে 'নিম ফুলের মধু', অন্য কোন সিরিয়াল আনছে ZEE Bangla? | Neem Phooler Madhu might be ending soon rumours on social media

প্রসঙ্গত, এর  আগে হিন্দুস্থান টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্যদীপ তার ও অঙ্কিতার মাঝের সম্পর্ক নিয়ে  মুখ  খুলেছিলেন। সেই সময় অঙ্কিতা তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলে খবর রটেছিল। অভিনেতা জানান, আমরা  একটু আগেই একসাথে শুটিং করলাম। এসব পুরোটাই ফেক, কোনো ঝামেলা হয়নি আমাদের মধ্যে সম্পর্ক আগেও স্ট্রং ছিল এখনও আছে।

Scroll to Top