লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Zee Bangla Mega: TRP কাঁপাবে মিত্তির বাড়ি, আচমকাই এন্ট্রি ধ্রুবের প্রাক্তন প্রেমিকার! চেনেন অভিনেত্রীকে? | New Character In Mittir Bari

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দর্শক মহলে টানটান উত্তেজনা ধরে রাখলেও TRP তালিকায় কিছুতেই ছন্দে ফিরতে পারছে না জি বাংলার (Zee Bangla) অন্যতম প্রিয় ধারাবাহিক মিত্তির বাড়ি। প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই এগিয়ে গিয়েছে স্টারের ধারাবাহিক চিরসখা। কাজেই প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে এবার মিত্তির বাড়িতে নতুন অতিথি, থুড়ি নতুন চরিত্র। শোনা যাচ্ছে, সিরিয়ালের অন্যতম আকর্ষণীয় চরিত্র নায়ক ধ্রুব মিত্তিরের পুরনো প্রেমিকাকে ফিরিয়ে আনা হয়েছে গল্পে। এর অর্থ, জোনাকি বিশ্বাসের হাল এবার কঠিন হতে চলেছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ধ্রুবের পুরনো প্রেমিকার চরিত্রে কার এন্ট্রি ?

জানা যাচ্ছে, TRP তালিকায় চিরসখাকে টেক্কা দিতে ভোল খাচ্ছে মিত্তির বাড়ির গল্প। খুব শীঘ্রই মিত্তিরদের পরিবারে হাজির হবে নায়ক ধ্রুব মিত্তিরের প্রাক্তন প্রেমিকা। আর এখানেই উঠছে প্রশ্ন। কাকে রিল লাইফে অদৃতের প্রাক্তন হিসেবে এন্ট্রি দেওয়া হল?

READ MORE:  TRP List: এ সপ্তাহে বিরাট বদল, পরিণীতাকে টেক্কা দিচ্ছে জোড়া মেগা! প্রকাশ্যে নতুন TRP লিস্ট | 10th April Bengali Serial TRP List Parineeta Become Bengal Topper

খোঁজ নিয়ে জানা গেল, মিঠিঝোরা সিরিয়ালে স্রোতের মেডিকেল কলেজের বন্ধুর চরিত্রে অভিনয় করা মৌলি সরকারকে এবার মিত্তির বাড়িতে দেখার সৌভাগ্য হবে দর্শকদের। তবে প্রিয় ধারাবাহিকে মৌলি অর্থাৎ ধ্রুব মিত্তিরের প্রাক্তনের নাম শর্মিলা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভাইরাল ফেসবুক পোস্ট

সম্প্রতি অভিনেতা অদৃত রায়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মৌলি সরকার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মৌলির পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে, ধ্রুব মিত্তির ও তাঁর প্রাক্তন প্রেমিকা দুজনেই উকিলের কালো কোট ও গলায় মেডেল পড়ে দাঁড়িয়ে রয়েছেন। দুজনের ঠোঁটেই আলতো হাসি খেলে গিয়েছে।

READ MORE:  Anurager Chhowa: পুলিশের গুলিতেই শেষ মিশকার খেলা, তবে কী শেষ হচ্ছে 'অনুরাগের ছোঁয়া'? জোর জল্পনা | Anurager Chhowa Serial Mishka Finally Dies After being Shot by Police

যেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মৌলি লিখেছেন, ‘কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। আর পুরনো প্রেম? ধ্রুব-শর্মিলা অধ্যায় কি একেবারেই শেষ? নাকি শেষ থেকে শুরু?’ এমন ক্যাপশনের পাশাপাশি সহ অভিনেতা অদৃত ও জি বাংলাকে ট্যাগ করেছেন মৌলি। যেই পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই, শুভেচ্ছা বার্তায় ভেসেছেন দুজনেই।

কথায় আছে, পুরোনো চাল ভাতে বাড়ে!
আর পুরোনো প্রেম? ধ্রুব-শর্মিলা অধ্যায় কি একেবারেই শেষ? নাকি শেষ থেকে শুরু?
মিত্তির…

Posted by Mouli Sarkar on Thursday, April 24, 2025

 

READ MORE:  Target Rating Point: শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকাল কে? দেখুন TRP লিস্ট | Bengali Serial TRP List This Week

অবশ্যই পড়ুন: ভারত টুঁটি চেপে ধরায় রাস্তায় পাকিস্তানিরা, দেশজুড়ে চলছে বিক্ষোভ

উল্লেখ্য, সম্প্রতি মিত্তির বাড়িতে দেখা মিলেছে মিঠাই ধারাবাহিকে নায়ক অদৃত রায় ওরফে সিদ্ধার্থ মোদকের দাদুর চরিত্রে অভিনয়ের আসর জমানো বিশ্বজিতকে। জানা যাচ্ছে, এই মেগা সিরিয়ালে বিশ্বজিতের চরিত্রের নাম শ্যামসুন্দর সেন। এবার সেই সূত্র ধরেই গল্পের ছক অনুযায়ী, মিত্তির বাড়ির হালহকিকত নতুন ভাবে জানতে পর্দায় এন্ট্রি হচ্ছে ধ্রুব মিত্তিরের পুরনো প্রেম শর্মিলা ওরফে মৌলি সরকারের। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, জি বাংলা ধারাবাহিকের এমন আকষ্মিক বদল TRP তালিকায় প্রভাব ফেলবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.